মইনুলের বিরুদ্ধে মাসুদা ভাট্টির মামলায় চার্জ শুনানি পেছাল
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৬:৩৮ পিএম, ২৬ ডিসেম্বর ২০১৯ বৃহস্পতিবার
সাবেক তত্ত্বাবধায় সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে সাংবাদিক মাসুদা ভাট্টির দায়ের করা মানহানির মামলায় চার্জগঠনের শুনানি পিছিয়ে আগামী ১২ এপ্রিল ধার্য করেছেন আদালত।
আজ বৃহস্পতিবার ঢাকার চতুর্থ অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম কায়সারুল ইসলাম আসামিপক্ষের সময় আবেদন মঞ্জুর করে নতুন এ তারিখ ঠিক করেন।
আজ শুনানিকালে মামলার বাদী মাসুদ ভাট্টি আদালতে হাজির হন। কিন্তু আসামি ব্যারিস্টার মইনুল হোসেন অসুস্থ থাকায় আইনজীবী অ্যাডভোকেট মহিউদ্দিন চৌধুরী, তাহেরুল ইসলাম তৌহিদ চার্জ শুনানি পেছানোর আবেদন করেন।
উল্লেখ্য, ২০১৮ সালের ১৬ অক্টোবর মধ্যরাতে একাত্তর টেলিভিশনের টকশোয় ব্যারিস্টার মইনুল হোসেনকে মাসুদা ভাট্টি প্রশ্ন করেন, ‘জাতীয় ঐক্য প্রক্রিয়ায় যে হিসেবে উপস্থিত থাকেন, আপনি বলেছেন একজন নাগরিক হিসেবে উপস্থিত থাকেন। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে বলেন, আপনি জামায়াতের প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকেন তাই কি না?’
উত্তরে ব্যারিস্টার মইনুল হোসেন বলেন, ‘শোনেন, দুঃসাহসের জন্য আপনাকে ধন্যবাদ দিচ্ছি। আপনি চরিত্রহীন বলে আমি মনে করতে চাই।’
পরে ওই মন্তব্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়। এরপর গত ১৭ অক্টোবর মাসুদা ভাট্টির কাছে ফোন করে ক্ষমা চান ব্যারিস্টার মইনুল হোসেন। কিন্তু ফোনের জবাবে তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলেন মাসুদা ভাট্টি। ব্যারিস্টার মইনুল ক্ষমা না চাওয়ায় ওই বছর ২১ অক্টোবর মানহানির এ মামলা করেন ভাট্টি। আদালত ওইদিনই মামলাটি আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরে এ মামলায় হাইকোর্ট থেকে জামিন গ্রহণ করে ব্যারিস্টার মইনুল।
