ঢাকা, বৃহস্পতিবার ২৫, ডিসেম্বর ২০২৫ ৮:১৭:৫৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

কালশীর বস্তিতে আগুন, শতাধিক ঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১৮ পিএম, ২৭ ডিসেম্বর ২০১৯ শুক্রবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজধানীর কালশীর বাউনিয়া বাঁধ এলাকার বস্তিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত ১২টা ৫০ মিনিটে এই আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিটের চেষ্টায় প্রায় এক ঘণ্টা পর রাত ১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।আগুনে শতাধিক ঘর পুড়ে গেছে বলে জানা গেছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসাইন এই তথ্য জানিয়েছেন।তবে কীভাবে আগুন লেগেছে তার কারণ এখনো জানা যায়নি বলে জানান তিনি।

ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ছালেহ উদ্দিন বলেন, তদন্ত করা ছাড়া এখনি আগুন লাগার কারণ বলা যাবে না। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর আমরা পাইনি। আগুন পুরোপুরি নির্বাপণের পর তল্লাশি চালানো হবে। আগুনের কারণ জানার জন্য তদন্ত কমিটি গঠন করা হবে। কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তার তদন্ত করে বলা যাবে।

বস্তিবাসী জানান, বস্তিটিতে ৮০টির মতো দোকানসহ তিন শতাধিক ঘর রয়েছে। আগুনে দোকানসহ ঘর পুড়েছে দুই শতাধিক।

-জেডসি