ঢাকা, সোমবার ২২, ডিসেম্বর ২০২৫ ৮:১৭:৫১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

জিপিএ-৫ এ এগিয়ে ঢাকা; পাসের হারে বরিশাল

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৩০ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৯ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় (জেএসসি) ৮ বোর্ডে জিপিএ-ফাইভে এগিয়ে আছে ঢাকা বোর্ডের শিক্ষার্থীরা। এবার ঢাকা বোর্ড থেকে ১৮ হাজার ৯৫৩ শিক্ষার্থী জিপিএ-ফাইভ পেয়েছে।অন্যদিকে, জেএসসিতে আট বোর্ডে এবারও পাসের হার সবচেয়ে বেশি বরিশালে। এবার বরিশাল বোর্ডে ৯৭ দশমিক ০৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুর ১২টায় শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী দীপু মনি এই তথ্য জানান। শিক্ষামন্ত্রী উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এই সময় উপস্থিত ছিলেন।

জেএসসি-জেডিসিতে এবার সম্মিলিতভাবে ৮৭ দশমিক ৯০ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। আর জিপিএ-ফাইভ পেয়েছে ৭৮ হাজার ৪২৯ জন।

এবার জেএসিতে ৮ বোর্ডে সবচেয়ে বেশি জিপিএ-ফাইভ পাওয়াদের মধ্যে ঢাকা বোর্ডের পরে আছে রাজশাহী বোর্ড। এই বোর্ডে ১৬ হাজার ৪৮৭ শিক্ষার্থী জিপিএ-ফাইভ পেয়েছে। এর পরের অবস্থানে আছে যশোর বোর্ড। এবার যশোর বোর্ডে ৯ হাজার ৭৫৫জন শিক্ষার্থী জিপিএ-ফাইভ পেয়েছে।

জিপিএ-ফাইভ পাওয়া শিক্ষার্থীদের সংখ্যায় জেএসিতে ৮ বোর্ডের মধ্যে ঢাকা বোর্ড এগিয়ে থাকলে পাসের হারে ঢাকা বোর্ডের অবস্থান সবার নিচে। এই বোর্ডে ৮২ দশমিক ৭২ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। আর বরিশাল বোর্ডের পরে পাসের হারে দ্বিতীয় অবস্থানে আছে সিলেট বোর্ড; এই বোর্ডে ৯২ দশমিক ৭৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।

অন্যদিকে, মাদ্রাসা বোর্ডের অধীনে জেডিসিতে এবার ৮৯ দশমিক ৭৭ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।

-জেডসি