ঢাকা, শনিবার ০৪, মে ২০২৪ ২১:০০:২১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

পেঁয়াজের বাজার ফের অস্থির

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:২৫ পিএম, ৩ জানুয়ারি ২০২০ শুক্রবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বাজারে নতুন পেঁয়াজ ওঠার পর দাম কিছুটা কমলেও আবারো বাড়তে শুরু করেছে। গত সপ্তাহের তুলনায় রাজধানীর বাজারগুলোতে কেজিতে ৪০ টাকা বেড়ে এখন পেঁয়াজ বিক্রি হচ্ছে দেড়'শ থেকে ১৬০ টাকায়।আর ভরা মৌসুমেও পেঁয়াজের দাম বাড়ায় ক্রেতারা ক্ষুব্ধ।

শুক্রবার (০৩ জানুয়ারি) রাজধানীর কারওয়ান বাজার, মোহাম্মদপুর নতুন কাঁচাবাজার, রামপুরা ও খিলগাঁও বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

গত বছরের সেপ্টেম্বরের শেষে ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে যাওয়ার পর অস্থির হয়ে ওঠে দেশীয় বাজার। সর্বকালের রেকর্ড ছাড়িয়ে পেঁয়াজের কেজি গিয়ে দাঁড়ায় তিন'শ টাকার কাছাকাছি।

পরিস্থিতি সামাল দিতে সরকার পাকিস্তান ও মিশর থেকে পেঁয়াজ আমদানি করে, তা টিসিবির ট্রাক সেলের মাধ্যমে বিক্রি শুরু হয়। একই সাথে বাজারে আসে কলিসহ নতুন পেঁয়াজ। টিসিবির ৪৫ টাকা কেজির পেঁয়াজ ও ১০০ টাকা কেজি নতুন পেঁয়াজে স্বস্তি ফেরে বাজারে।

কিন্তু, এক মাসের ব্যবধানে আবারো অস্থিরতা দেখা দেয় পেঁয়াজের বাজারে। আমদানি করা পেঁয়াজের দেখা মিলছে না অধিকাংশ বাজারে। ঢাকার বিভিন্ন বাজারে দেখা মিলেছে শুধুই দেশি পেঁয়াজের। আর দামও বেড়েছে। গত সপ্তাহে এক'শ থেকে ১২০ টাকা কেজিতে বিক্রি হওয়া দেশি পেঁয়াজ আজ বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকায়।

দাম বাড়ার কারণ প্রসঙ্গে বরাবরের মতো এবারো ব্যবসায়ীদের দাবি, সরবরাহ কম, পাইকারি বাজারে দাম বেশি তাই খুচরা বাজারেও দাম বেড়েছে।

রামপুরার ব্যবসায়ী সুমন বলেন, সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম আবার বেড়েছে। গত সপ্তাহে নতুন পেঁয়াজের কেজি ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি করেছি। আজ তা ১৫০ টাকা কেজি বিক্রি করতে হচ্ছে।

রামপুরা বাজারের ক্রেতা আদনান হোসেন বলেন, পেঁয়াজের দাম কেন কমছে না, বুঝতে পারছি না। খুচরা বিক্রেতারা বলছে- পাইকারি বাজারে দাম বেড়েছে। কিন্তু, পাইকারি বাজারে কেন দাম বাড়ছে, সেই খোঁজ সরকারের কোনো সংস্থা নিচ্ছে না। এই সুযোগে মধ্যস্বত্বভোগীরা ক্রেতাদের পকেট কাটছে।

-জেডসি