ঢাকা, বুধবার ২৪, ডিসেম্বর ২০২৫ ১১:২২:০১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

কেরানীগঞ্জে কেমিকেল গোডাউনে বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৫৫ পিএম, ৫ জানুয়ারি ২০২০ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঢাকার কেরানীগঞ্জ মডেল থানাধীন পূর্ব বন্দ ডাকপাড়া এলাকার কেমিকেল গোডাউনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে গুদামটি পুরোপুরি ধসে পড়ার পাশাপাশি আশপাশের ৮ থেকে ১০টি বাড়ির দেয়াল ক্ষতিগ্রস্ত হয়।আগুণ নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট। তবে এতে এখনো কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

রবিবার (০৫ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় এই ঘটনা ঘটে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এই তথ্যের সত্যতা নিশ্চিত করে কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, আধা ঘণ্টার চেষ্টায় বেলা ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

আবাসিক এলাকায় গড়ে তোলা কেমিকেল গোডাউনটি পুরান ঢাকার রাসায়নিক ব্যবসায়ী মারুফ হোসেনের বলে জানিয়েছেন স্থানীয় কয়েকজন। ৭০থেকে ৮০ গজ জায়গাজুড়ে একই মালিকের দুইটি গুদাম আছে। এর মধ্যে একটি পুরোপুরি ধসে পড়েছে, অপরটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়ে। আজ দুপুরে বিকট শব্দে ৩টি বিস্ফোরণের ঘটনা ঘটলে আতঙ্কে লোকজন ছোটাছুটি শুরু করে। বিস্ফোরণে আধা পাকা গুদামের টিনের চাল উড়ে গেছে, দেয়াল সম্পূর্ণ ধসে গেছে। গুদামের স্থানটিতে গর্তের মতো সৃষ্টি হয়েছে। বিস্ফোরণে গুদামের আশপাশে থাকা ৮-১০টি বাড়ির দেয়াল ক্ষতিগ্রস্ত হয়।

এদিকে, বিস্ফোরণের ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পরে। এই সময় আবাসিক এলাকায় কীভাবে গোডাউন গড়ে উঠলো সে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।

-জেডসি