ঢাকা, সোমবার ২২, ডিসেম্বর ২০২৫ ৮:১৫:৩১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ধর্ষণের শিকার ঢাবি ছাত্রীর পাশে উপাচার্য

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১৫ পিএম, ৬ জানুয়ারি ২০২০ সোমবার

ধর্ষণের শিকার ঢাবি ছাত্রীর পাশে উপাচার্য

ধর্ষণের শিকার ঢাবি ছাত্রীর পাশে উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ধর্ষণের শিকার ছাত্রীকে দেখতে যেয়ে উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান পুলিশকে অনুরোধ করেছেন দ্রুত নরপিশাচকে শনাক্ত করে আটক করতে।

আজ সোমবার সকালে ঢামেকে ওই ছাত্রীকে দেখতে যান উপাচার্য।

এ সময় সাংবাদিকদের তিনি বলেন, এমন ঘটনায় আমরা খুবই মর্মাহত। চরম দুঃখজনক অনাকাঙ্ক্ষিত ঘটনা এটি। হাসপাতাল তাকে সব ধরনের সহায়তা দিচ্ছে। ছাত্রীর মনোবল ভালো আছে। তার মনোবল খুব শক্ত। ঢাবি কর্তৃপক্ষ তার অভিভারক। তার বাবাসহ পরিবারের লোকজন তার সঙ্গে রয়েছে।

তিনি আরও বলেন, প্রথমে তাকে মানসিকভাবে সামর্থ্য করে তুলতে হবে। তার কাছে আমরা ভিড় করবো না। পুলিশ তৎপর রয়েছে, তাদের অনুরোধ করেছি নরপিশাচকে শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য। এখন মূলত প্রধান কাজ হচ্ছে তাকে মানসিকভাবে সাপোর্ট দেওয়া। পাশাপাশি নরপিচাশকে শনাক্ত করা, তাকে চিহ্নিত করে আইনের আওতায় আনা।

তিনি বলেন, থানা পুলিশ হাসপাতাল থেকেই পরিবারের কাছ থেকে মামলা নিয়েছে। তার বাবা বাদী হয়েছেন। ঢাবি সব ধরনের সহায়তা দেবে।

ঢাকা মেডিেকল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন বলেন, গতরাত থেকে মেয়েটি হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি রয়েছে। তার সব ধরনের চিকিৎসা চলছে। মেন্টাল ট্রমা ছাড়াও শারীরিক কিছু আঘাত রয়েছে। পাশাপাশি কিছু সমস্যার কথা উল্লেখ করেছেন।

ধর্ষণের আলমতের বিষয়ে তিনি বলেন, ধর্ষণের বিষয়টি ফরেনসিক বিভাগ দেখছে। পাশাপাশি নাক-কান-গলা বিভাগ ও তার যেহেতু শ্বাসকষ্ট হচ্ছে সেজন্য রেসপিরেটরি মেডিসিন বিভাগসহ আরও কিছু বিভাগের ডাক্তারদের নিয়ে একটি বোর্ড গঠনের সিদ্ধান্ত নিয়েছি। আশা করি শিগগিরই এ অবস্থা থেকে বেরিয়ে আসবেন।