খিলক্ষেতে গৃহবধূর লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০১:৩৭ পিএম, ৭ জানুয়ারি ২০২০ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
রাজধানীর খিলক্ষেতে সালমা বেগম (২৪) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, তাকে গলা টিপে হত্যা করা হয়েছে। এ হত্যাকাণ্ডের জন্য গৃহবধূর স্বামী মোহাম্মদ হাসানকে সন্দেহ করা হচ্ছে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।
সোমবার রাত সাড়ে ১১টায় সালমার লাশ উদ্ধার করে পুলিশ।
খিলক্ষেত থানার এসআই আসাদুজ্জামান জানান, দুন্নি পাতিরা পশ্চিমপাড়া এলাকার তোতা মিয়ার টিনশেড বাড়ির একটি ঘরে খাটের ওপর মৃত অবস্থায় সালমা পড়েছিলো। তার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার পর থেকে তার স্বামী হাসান পলাতক।
সালমার স্বজনের উদ্ধৃতি দিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, রাত ১০টার দিকে হাসান ফোন করে সালমার বড় বোনকে জানায়, সালমা ঘরে ঘুমিয়ে আছে, উঠছে না। এরপর সে ফোন বন্ধ করে আত্মগোপনে চলে যায়।
সালমার বোন তখন ছুটে এসে বোনকে মৃত দেখে থানায় খবর দেন। হাসান তার শ্বশুরের সঙ্গে সবজির ব্যবসা করতেন।
-জেডসি
