ঢাকা, বৃহস্পতিবার ০৯, মে ২০২৪ ৭:৩০:৪৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

গাজীপুরে সাত ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৪৩ পিএম, ৭ জানুয়ারি ২০২০ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

গাজীপুর মহানগরের বাঘিয়া এলাকায় অভিযান চালিয়ে সাতটি অবৈধ ইটভাটাকে গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। একইসঙ্গে সাত ইটভাটাকে ৫৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (০৬ জানুয়ারি) দিনব্যাপী অভিযান চালিয়ে এসব ইটভাটা গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রকৌশলী কাজী তামজীদ আহমেদ।

গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুস সালাম সরকার জানান, গাজীপুর মহানগরের বাঘিয়া এলাকায় অভিযান চালিয়েছেন পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। এ সময় সাতটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়া ভেকু দিয়ে একটি ইটভাটার ড্রাম চিমনিও ভেঙে দেওয়া হয়েছে।

পাশাপাশি ইটভাটাগুলোর মধ্যে আইজুদ্দিন ব্রিকসকে (বিএবি) ছয় লাখ টাকা, অলি ব্রিকসকে ২০ লাখ টাকা, একতা ব্রিকসকে ছয় লাখ টাকা, সুপার ব্রিকসকে পাঁচ লাখ টাকা, আইজুদ্দিন ব্রিকস-২ কে (বিএবি) ছয় লাখ টাকা, ৮৮৮ ব্রিকসকে পাঁচ লাখ, আশা ব্রিকসকে (এবিসি) ছয় লাখ টাকা জরিমানা করা হয়েছে।

গাজীপুর মহানগরের অবৈধ সব ইটভাটায় অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এ সময় গাজীপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আশরাফ উদ্দিন, পরিদর্শক শেখ মোজাহীদ ও দিলরুবা আক্তার উপস্থিত ছিলেন। অভিযানে গাজীপুর র‌্যাব-১ ও পুলিশ সার্বিক সহযোগিতা করে।

-জেডসি