কাল ঢাকার যেসব এলাকায় গ্যাস থাকবে না
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৫:৩৮ পিএম, ৭ জানুয়ারি ২০২০ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
পুরনো সঞ্চালন লাইন সংস্কার করার জন্য রাজধানীর রামপুরা-বনশ্রীসহ আশপাশের এলাকায় আগামীকাল বুধবার চার ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।মঙ্গলবার (০৭ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিতরণ কোম্পানি তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
তিতাসের জনসংযোগ শাখার ব্যবস্থাপক মির্জা মাহবুব হোসেন বলেন, রামপুরা ব্রিজের কাছে একটি পুরনো লাইনে দীর্ঘদিন ধরে সমস্যা আছে। বুধবার (০৮ জানুয়ারি) এই লাইনটি মেরামত করে নতুন করে সংযোগ দেয়া হবে।
এই কাজের জন্য দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্ব রামপুরা, পশ্চিম রামপুরা, বনশ্রী ও সংলগ্ন এলাকায় সবশ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
-জেডসি
