ধর্ষণের শিকার ছাত্রীকে সহায়তা দিচ্ছে মহিলা মন্ত্রনালয়
অনলাইন ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৫:৫১ পিএম, ৭ জানুয়ারি ২০২০ মঙ্গলবার
রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের ঘটনায় মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে তীব্র নিন্দা জানানো হয়েছে। মন্ত্রণালয়ের দাবি, এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
এ ঘটনায় মন্ত্রণালয় ছাত্রীর নিরাপত্তা, চিকিৎসা, আইনি সহায়তাসহ সব ধরনের সহায়তা দিচ্ছে। আজ মঙ্গলবার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকার যখন নারীর উন্নয়ন, ক্ষমতায়ন, সুরক্ষা ও কর্মসংস্থানের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে, তখন এ ধরনের ঘটনা দুঃখজনক।
ধর্ষণের শিকার ছাত্রী বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠিত ওয়ান–স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন আছেন।
