ঢাবির ছাত্রী ধর্ষণ: ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবি
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৩:২৪ পিএম, ৮ জানুয়ারি ২০২০ বুধবার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে ঢাবি শিক্ষক সমিতি। ঢাবি ক্যাম্পাসে অপরাজেয় বাংলার পাদদেশে আজ বুধবার আয়োজিত মানববন্ধনে শিক্ষকরা এ দাবি জানান।
ঢাবি সমিতির সভাপতি অধ্যাপক ড. আ স ম মাকসুদ কামাল বলেন, ‘ভুক্তভোগী ছাত্রী আমাদের মেয়ের মতো। আমরা আশা করছি, সরকার দ্রুততম সময়ের মধ্যে ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে।’
ঢাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নিজামুল হক ভূঁইয়া, বিশ্ববিদ্যালয়েল প্রক্টর একেএম গোলাম রাব্বানী, সাবেক প্রক্টর আমজাদ হোসেন প্রমুখ মানববন্ধনে অংশ নেন।
রোববার রাতে রাজধানীর কুর্মিটোলা এলাকায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে। এ ঘটনার প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে ঢাবি ক্যাম্পাস।
এদিকে অভিযুক্ত ধর্ষককে গ্রেপ্তারের কথা আজ জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
