ঢাকা, বুধবার ২৪, ডিসেম্বর ২০২৫ ৯:২৮:৪১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

মোজাম্মেল হোসেনের মৃত্যুতে স্পিকারের শোক

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:০০ পিএম, ১০ জানুয়ারি ২০২০ শুক্রবার

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বাগেরহাট-৪ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য মোজাম্মেল হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

আজ শুক্রবার এক শোক বার্তায় স্পিকার বলেন, মোজাম্মেল হোসেনের মৃত্যুতে জাতি এক বরেণ্য রাজনৈতিক ব্যক্তিত্বকে হারালো। স্পিকার মরহুমের রুহের মাগফেরাত কামনা ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এছাড়াও মোজাম্মেল হোসেনের মৃত্যুতে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া এবং চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।