ঢাকা, শুক্রবার ২৯, মার্চ ২০২৪ ১০:৫৫:০৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

দ্বিতীয় মেয়াদে তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১৮ পিএম, ১২ জানুয়ারি ২০২০ রবিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

সাই ইং-ওয়েন দ্বিতীয় মেয়াদে তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন । শনিবারে অনুষ্ঠিত নির্বাচনে শতকরা ৫৭ ভাগেরও বেশি ভোট পেয়েছেন সাই ইং। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হ্যান কুও-ইয়ুর চেয়ে এই হার অনেক বেশি।

চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের বিরোধিতা করেন সাই ইং। অন্যদিকে হ্যান কুও মনে করেন চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তাদের অর্থনীতিকে সমৃদ্ধ করবে। বিজয়ী হওয়ার পর বক্তব্যে সাই ইং তাইওয়ানকে মূল চীনের সঙ্গে একীভূত করার হুমকি ত্যাগ করতে চীনের প্রতি আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিশ্বকে তাইওয়ান দেখিয়ে দিচ্ছে কিভাবে আমরা আমাদের জীবনে গণতান্ত্রিক মূল্যবোধকে প্রস্ফুটিত করি। কিভাবে আমাদের জাতিকে আমরা যত্নে আগলে রাখি। ১৯৪৯ সালে চীনের গৃহযুদ্ধের শেষে তাইওয়ানকে নিজেদের ভূখন্ড বলে দাবি করে চীন। তারা বলে, প্রয়োজন হলে, তাইওয়ানকে জোর করে হলেও চীনের সঙ্গে একীভূত করা হবে। সাই ইং বলেন, চীনের উচিত এখন ওই হুমকি পরিত্যাগ করা।

-জেডসি