ঢাকা, বুধবার ০৮, মে ২০২৪ ২২:৩৩:৩৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

কবি নজরুলের পুত্রবধূ উমা মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:০০ এএম, ১৬ জানুয়ারি ২০২০ বৃহস্পতিবার

উমা কাজী।  ছবি ফেসবুক থেকে

উমা কাজী। ছবি ফেসবুক থেকে

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বড় ছেলে কাজী সব্যসাচীর স্ত্রী উমা কাজী মারা গেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। বুধবার রাত সাড়ে ৮টায় ঢাকার বনানীর বাড়িতে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

উমা কাজী তার দুই মেয়ে খিলখিল ও মিষ্টি কাজীকে রেখে গেছেন। বেশ কিছু দিন ধরে তিনি হৃদযন্ত্রের জটিলতাসহ বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন।

খিলখিল কাজী জানান, তার বোন মিষ্টি কাজী কলকাতায়। সে ফিরলে আজ বৃহস্পতিবার বাদ জোহর জানাজা শেষে বনানী কবরস্থানে তার মাকে দাফন করা হবে।

প্রসঙ্গত, উমা কাজীর স্বামী অর্থাৎ নজরুলের বড় ছেলে সব্যসাচী কাজীর মৃত্যু হয় ১৯৭৯ সালে। তারপর কবি নজরুল ইসলামের সঙ্গেই তার পরিবার কলকাতা থেকে ঢাকায় চলে আসে স্থায়ীভাবে বনানীতে থাকতে শুরু করেন।