ঢাকা, শুক্রবার ২৬, এপ্রিল ২০২৪ ১:২৩:৫১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

শ্যামলীতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৩১ পিএম, ১৬ জানুয়ারি ২০২০ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজধানীর শ্যামলীতে সড়ক অবরোধে করে দাবি আদায়ের চেষ্টা করছেন ডায়নামিক ফ্যাশন নামে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। এতে রাস্তার দুই পাশেই যান চলাচল বন্ধ আছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিক থেকে কল্যাণপুর ও শ্যামলীর মাঝামাঝি এলাকায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে রেখেছেন তারা।

আদাবরের রিং রোড এলাকার এই কারখানার শ্রমিকদের অভিযোগ, ওই প্রতিষ্ঠানে তাদের তিন মাসের বেতন বাকি। নতুন বছরে ইনক্রিমেন্টও দেয়া হচ্ছে না তাদের। সেই সঙ্গে দেয়া হচ্ছে ছাঁটাইয়ের হুমকি। এ অবস্থার পরিপ্রক্ষিতে বকেয়া বেতন আদায়ে মালিকপক্ষকে বাধ্য করতে সড়ক অবরোধ করে রেখেছেন তারা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সকালে রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন স্থানীয় ডায়নামিক ফ্যাশনের শ্রমিকেরা। এ সময় তারা দাবি আদায়ে বিভিন্ন স্লোগানও দেন।

শেরে বাংলা নগর থানার ইন্সপেক্টর আবুল কালাম আজাদ বলেন, এ কারখানার মালিক দু’জন। তাদের ডাকা হয়েছে। পাশাপাশি বিজিএমইএ-এর একটি প্রতিনিধি দলও আসছে। তারাও বৈঠক করবে। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে।

এদিকে সড়ক অবরোধের কারণে, রাস্তার দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। একদিকে যানজন আমিনবাজার পর্যন্ত চলে গেছে। অন্যদিকে নিউমার্কেট পর্যন্ত চলে গেছে।

-জেডসি