ঢাকা, সোমবার ০৬, মে ২০২৪ ১৮:২৬:০২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

সন্তান নিলেই রুশ দম্পতিরা পাবে সাড়ে ৬ লাখ টাকা!

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৪২ পিএম, ১৬ জানুয়ারি ২০২০ বৃহস্পতিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

রাশিয়ার জন্মহার কমে যাওয়াকে ভবিষ্যতের জন্য প্রত্যক্ষ হুমকি আখ্যায়িত করে সন্তান জন্ম দিতে আর্থিক প্রণোদনা ঘোষণা করেছেন রশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বুধবার টেলিভিশনে প্রচারিত এক ভাষণে প্রেসিডেন্ট পুতিন বলেন, জনসংখ্যা বৃদ্ধি স্থিতিশীল রাখা আমাদের ঐতিহাসিক দায়িত্ব।

সন্তান জন্ম দেয়া নতুন মা-বাবার জন্য আর্থিক প্রণোদনারও অঙ্গীকার করেন রুশ প্রেসিডেন্ট। ফলে, প্রথম সন্তান জন্ম দেয়ার জন্য মা-বাবারা এককালীন ৭ হাজার ছয়শ ডলার বা প্রায় সাড়ে ৬ লাখ টাকা পাবেন। এর আগে, ২০০৭ সাল থেকে দ্বিতীয় সন্তান জন্মদানের জন্য মা-বাবাকে এই পরিমাণ টাকা দেয়া হচ্ছে। পুতিন জানান, অন্তত ২০২৬ সাল পর্যন্ত এই প্রণোদনা দেয়া হবে।

রাশিয়ায় এখন যে প্রজন্ম সন্তান জন্ম দিচ্ছে, তাদের নিজেদের জন্ম হয়েছিল গত শতকের নব্বইয়ের দশকে। ঐ সময় আর্থিক মন্দার কারণে জন্মহার অনেকখানি কমে গিয়েছিল। তার প্রভাব এখন ফের পড়ছে।

এছাড়া, শিশু সন্তান রয়েছে এমন দরিদ্র পরিবারকে আর্থিক সহায়তা দেয়ারও ঘোষণা দেন প্রেসিডেন্ট পুতিন। বর্তমানে শিশুর ৩ বছর বয়স পর্যন্ত টাকা পেয়ে থাকেন মা-বাবা। নতুন পরিকল্পনায় শিশুর ৭ বছর হওয়া পর্যন্ত টাকা পাবেন তারা। সূত্র : ডয়চে ভেলে ও বিবিসি।

-জেডসি