ঢাকা, রবিবার ০৫, মে ২০২৪ ১৬:০৪:৫৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

চীনে রহস্যজনক ভাইরাসে দুইজনের মৃত্যু, আক্রান্ত শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৫৫ পিএম, ১৮ জানুয়ারি ২০২০ শনিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

চীনে রহস্যজনক ভাইরাসে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছেন, অসুস্থ হয়ে পড়েছেন শতাধিক মানুষ। ল্যাবরেটরিতে পরীক্ষা-নিরীক্ষার পর এখন পর্যন্ত ৪১ জনের নতুন এই ভাইরাসের আক্রান্তের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়ে দুজন মারা যাওয়ার খবর বলা হলেও মৃতের সংখ্যা আরও বেশি বলে ধারণা করছেন সে দেশের নাগরিকরা।

দেশটির স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, আক্রান্ত ১২জন চিকিৎসা নিয়েছেন। তারা হাসপাতাল থেকে ছাড়াও পেয়েছেন। কিন্তু পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।

নতুন এ ভাইরাসটি নিয়ে গবেষণা করা অধ্যাপক নেইল ফার্গুসন বলেন, এই ভাইরাসের সঙ্গে প্রাণঘাতী রোগ সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোমের (সার্স) মিল রয়েছে। তাই এ বিষয়ে বিজ্ঞানীরা উদ্বিগ্ন।

বিভিন্ন চীনা সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, এই ভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে যেসব লক্ষণ প্রকাশ পায় তার মধ্যে রয়েছে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশি। এরপরই রোগীর শারীরিক অবস্থা নিউমোনিয়ায় আক্রান্তের মত হয়ে যায়।

এদিকে থাইল্যান্ড এবং জাপান থেকেও এই ভাইরাস সংক্রমণের খবর পাওয়া গেছে। কিন্তু উভয় ক্ষেত্রেই আক্রান্তেরা সম্প্রতি চীনের উহান প্রদেশে গিয়েছিলেন বলে জানা যায়। স্থানীয় প্রশাসনের ধারণা, সি-ফুড বাজার থেকে এই ভাইরাসের সংক্রমণ ছড়াতে পারে।

জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ওহান ভ্রমণের পর বৃহস্পতিবার নিউমোনিয়ার লক্ষণ নিয়ে জাপানের হাসপাতালে ভর্তি হয় এক চীনা ব্যক্তি। তার ভাইরাসের আক্রান্তের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে চিকিৎসায় তার অবস্থার উন্নতি হয়েছে।

প্রসঙ্গত, এই ভাইরাসে মধ্যাঞ্চলীয় শহর উহানে ৬৯ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এই অঞ্চলটিকে ‘সার্স’ (সিভিয়ার অ্যাকিউট রেসপিরাটরি সিন্ড্রোম)-এর জীবাণু সংক্রমণের উৎসস্থল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সর্বশেষ যিনি মারা যান, গত বছর ৩১ ডিসেম্বর তার রোগ ধরা পড়ে। ফুসফুসে যক্ষ্মা বা টিবি’র সংক্রমণের পর ৫ দিনের মধ্যেই তার শারীরিক অবস্থার ভয়াবহ অবনতি ঘটে। তারপরই শরীরের একাধিক অঙ্গ বিকল হয়ে তিনি মারা যান।

-জেডসি