ঢাকা, বৃহস্পতিবার ২৮, মার্চ ২০২৪ ১৯:৩৪:১৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

‘এদের জন্যই ভারতে ধর্ষণ বন্ধ হয়নি’: আশা দেবী

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:২১ পিএম, ১৮ জানুয়ারি ২০২০ শনিবার

নির্ভয়ার মা আশা দেবী (বাঁ দিকে) ও আইনজীবী ইন্দিরা জয়সিংহ। - ফাইল ছবি

নির্ভয়ার মা আশা দেবী (বাঁ দিকে) ও আইনজীবী ইন্দিরা জয়সিংহ। - ফাইল ছবি

ভারতের রাজধানী দিল্লিতে চারজন ধর্ষককে ক্ষমা করার আর্জি জানানোয় প্রবীণ অ্যাডভোকেট ইন্দিরা জয়সিংহের বিরুদ্ধে আজ শনিবার ব্যাপক প্রতিবাদ করলেন নির্ভয়ার মা আশা দেবী।

তিনি বলেছেন, ‘কে ইন্দিরা জয়সিংহ? এই কথাটা উনি বলেছেন, এটা বিশ্বাসই করতে পারছি না। তার (ইন্দিরা জয়সিংহ) মতো কয়েকজনের জন্যই ধর্ষিতারা এ দেশে যথাযথ বিচার পান না।’ খবর আনন্দবাজার পত্রিকা

২০১২ সালে দিল্লিতে নির্ভয়াকে ধর্ষণ ও খুনের দায়ে চারজনের প্রাণদণ্ডাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সেই আদেশ কার্যকর হবে পহেলা ফেব্রুয়ারির।

প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর আততায়ী নলিনীকে যে ভাবে ক্ষমা করেছিলেন সনিয়া গান্ধী, শুক্রবার সে কথা মনে করিয়ে দিয়ে প্রবীণ অ্যাডভোকেট ইন্দিরা জয়সিংহ চার ধর্ষককে ক্ষমা করে দেওয়ার আর্জি জানান নির্ভয়ার মা আশা দেবীর কাছে।

নির্ভয়ার মাকে উদ্দেশ্য করে ইন্দিরা বলেন, ‘আমরা আপনার কষ্ট বুঝতে পারছি। আপনার সঙ্গেই রয়েছি। তবে সনিয়া গান্ধী যেমন রাজীব গান্ধূর আততায়ী নলিনীকে ক্ষমা করেছিলেন, সেই মতো নির্ভয়ার মায়েরও উচিত ধর্ষকদের ক্ষমা করে দেওয়া।’

এর প্রেক্ষিতে আজ আশা দেবী বলেন, ‘কে ইন্দিরা জয়সিংহ? উনি আমাকে পরামর্শ দেওয়ার কে? গোটা দেশ যখন ধর্ষকদের ফাঁসি চাইছে, তখন বুঝতে পারছি, তার (ইন্দিরা জয়সিংহ) মতো কয়েক জনের জন্যই ধর্ষিতারা এ দেশে যথাযথ বিচার পান না।’

নির্ভয়ার মা আরও জানিয়েছেন, টানা সাত বছর ধরে মামলা চলার সময় সুপ্রিম কোর্টে প্রবীণ অ্যাডভোকেট ইন্দিরা জয়সিংহের সঙ্গে তার বেশ কয়েকবার দেখা হয়েছে। কিন্তু কী ভাবে দিন কাটাচ্ছেন তিনি, আশা দেবীর কাছে তা একবারও জানতে চাননি ইন্দিরা।

নির্ভয়ার মা বলেন, ‘ধর্ষকদের পক্ষ নিয়েই তাদের (ইন্দিরা জয়সিংহ) রোজগার হয়। তাই ধর্ষণের ঘটনা ভারতে বন্ধ হয় না।’