ঢাকা, শনিবার ২৭, এপ্রিল ২০২৪ ৫:০৬:৪৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

লিবিয়ায় সহিংসতার কারণে ঝুঁকিতে শিশুরা: ইউনিসেফ

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:২৭ পিএম, ১৮ জানুয়ারি ২০২০ শনিবার

লিবিয়ায় সহিংসতার কারণে ঝুঁকিতে শিশুরা: ইউনিসেফ

লিবিয়ায় সহিংসতার কারণে ঝুঁকিতে শিশুরা: ইউনিসেফ

জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফের নির্বাহী পরিচালক হেনরিটা ফরে শুক্রবার জানিয়েছেন, লিবিয়ায় দীর্ঘদিনের গৃহযুদ্ধ থেকে সৃষ্ট সহিংসতা ও বিশৃঙ্খলার কারণে শরণার্থী ও অভিবাসী শিশুসহ ভয়াভহ ঝুঁকির মুখে রয়েছে সেখানকার স্থানীয় শিশুরাও।

তিনি জানান, ২০১৯ সালের এপ্রিল থেকে ত্রিপোলি এবং পশ্চিম লিবিয়ায় সহিংসতা শুরু হওয়ার পর থেকেই হাজার হাজার শিশু এবং বেসামরিক নাগরিকের পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে।

সেখানে অনেক শিশুকে জোর করে যুদ্ধে জড়ানো হচ্ছে অভিযোগ করে ইউনিসেফের নির্বাহী পরিচালক জানান, সহিংসতার কারণে লিবিয়ার দেড় লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে যাদের মধ্যে ৯০ হাজার শিশু।

হেনরিটা ফরে বলেন, বর্তমানে লিবিয়ার শহরাঞ্চলগুলোতে বাস করা ৬০ হাজার শরণার্থী ও অভিবাসী শিশুও মারাত্মক ঝুঁকির মুখে রয়েছে, বিশেষ করে যারা বিভিন্ন বন্দীশিবিরে রয়েছেন।

বেসামরিক নাগরিক, শিশু ও স্বাস্থ্যসেবা কর্মীদের বিরুদ্ধে আক্রমণকে মানবিক প্রচেষ্টা ক্ষুন্ন করার অপচেষ্টা উল্লেখ করে বিষয়গুলোকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন ইউনিসেফের নির্বাহী পরিচালক।