ঢাকা, রবিবার ০৫, মে ২০২৪ ২২:১৩:৫৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

মহীশূরের মেয়র হলেন মুসলিম নারী তাসনিম

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:০৯ পিএম, ২১ জানুয়ারি ২০২০ মঙ্গলবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ভারতের কর্ণাটকের মহীশূর জেলায় বিজেপি প্রার্থীকে হারিয়ে মেয়র হলেন মুসলিম নারী তাসনিম। পুরো ইন্ডিয়া জুড়ে যখন মুসলিম বিদ্বেষ চলছে। সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) ও জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি)-এর নামে চলছে চরম অরাজকতা। ঠিক তখনিই মুসলিম নারী তাসনিম মেয়র নির্বাচিত হলেন। বিজেপি প্রার্থী গীতা যোগানন্দকে ২৪ ভোটের ব্যবধানে হারিয়ে মেয়রের পদে বসলেন তাসনিম।

পরিচ্ছনতার শহর হিসেবে মহীশূরের খ্যাতি রয়েছে। এই শহরের ২২তম মেয়র হয়ে তাসনিম জানান, এই জয় পেয়ে অত্যন্ত খুশি। শহরের পরিচ্ছন্নতা ধরে রাখাই হবে তার প্রথম লক্ষ্য। বিভিন্ন সমস্যার দ্রুত সমাধানে সচেষ্ট হবেন বলে আশ্বাস দেন তাসনিম। মহীশূরের ২৬ নম্বর ওয়ার্ডের প্রতিনিধি তিনি। তাসনিমের পক্ষে ভোট পড়ে ৪৭টি। অন্য গীতা পান মাত্র ২৩টি ভোট।

তার দল জেডিএসকে ধন্যবাদ জানান তাসনিম। কোনো মুসলিমকে পৌরসভা নির্বাচনে লড়ার সুযোগ এই প্রথম নয় জেডিএসের।

এর আগে ১৯৯৬ সালে প্রথম মুসলিম মেয়র হন আরিফ হুসেন। এরপর ২০০৮ সালে আইয়ুব খানও জেডিএসের হয়ে মেয়র নির্বাচিত হন। তবে, এই প্রথম কোনো মুসলিম নারী মহীশূরের মেয়র হলেন।

-জেডসি