ঢাকা, শনিবার ২০, এপ্রিল ২০২৪ ১০:২৬:২৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

যাত্রীবাহী বাস খাদে, নারীসহ নিহত ৩

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২২ পিএম, ২৪ জানুয়ারি ২০২০ শুক্রবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

হবিগঞ্জের বাহুবলে যাত্রীবোঝাই একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই নারীসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছেন স্থানীয় লোকজন।

আজ শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-সিলেট পুরনো মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।  

নিহতদের মধ্যে দুইজনের পরিচয় জানা গেছে। নিহত বাস হেলপার আবু সাঈদ (৩০)। তার বাড়ি হবিগঞ্জ সদর উপজেলার মড়ুরা গ্রামে। অন্যজন কমলা বেগম (৩৫)। তিনি একই উপজেলার দৌলতপুর গ্রামের বাসিন্দা।

নিহত অন্য নারীর পরিচয় এখনও পাওয়া যায়নি। তবে ওই নারী সনাতন ধর্মের বলে জানিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কামাইছড়া এলাকার অদূরে পাহাড়ি টার্নিং পয়েন্টে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। বাসটি শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জের দিকে যাচ্ছিল।এই ঘটনায় ঢাকা-সিলেট পুরনো মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।পরে বাহুবল মডেল থানা পুলিশ ও সাতগাঁও হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করেন।

দুর্ঘটনার বিষয়টির সত্যতা নিশ্চিত করে বাহুবল মডেল থানার ওসি মোহাম্মদ কামরুজ্জামান বলেন, ৩ জনের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

-জেডসি