ঢাকা, শুক্রবার ২৬, এপ্রিল ২০২৪ ৮:২৪:৩৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

আফগানিস্তানে বিমান হামলা নারী-শিশুসহ নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৩১ পিএম, ২৭ জানুয়ারি ২০২০ সোমবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বলখ প্রদেশে সরকারি বাহিনীর বিমান হামলায় নারী ও শিশুসহ একই পরিবারের অন্তত ৭ জন নিহত হয়েছে। হামলার প্রতিবাদে সরকার বিরোধী বিক্ষোভ করেছে ওই এলাকার বাসিন্দারা।খবর- কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা।

স্থানীয় নিউজ ওয়েবসাইট টোলো নিউজ জানায়, রোববার রাতে বিমান হামলায় নিহত ৭ জন একই পরিবারের সদস্য। এদের মধ্যে তিনজনই শিশু। হামলার সময় তারা রাতের খাবার খেতে বসেছিলেন। ফলে এই হামলা নিয়ে ক্ষোভে ফেটে পড়েছে স্থানীয় লোকজন।

বলখ প্রদেশের এক সংসদ সদস্য অভিযোগ করে বলেন, সরকার নিয়ন্ত্রিত এলাকাগুলোতেই বিমান হামলা চালানো হয়েছে।

এদিকে, আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার এক বিবৃতিতে জানায়, গত ২৪ ঘণ্টায় দেশের ৯টি প্রদেশ জুড়ে ১৩টি স্থল ও ১২টি বিমান হামলা চালানো হয়েছে। এসব হামলায় বহু ‘সন্ত্রাসী’ নিহত এবং ১৩ জন আহত হয়েছে। আরো অন্তত ১৩ জনকে আটক করা হয়েছে।

তবে ওই বিবৃতিতে সাত বেসামরিক নিহত হওয়া সম্পর্কে কিছু বলা হয়নি।

-জেডসি