ঢাকা, শনিবার ২৭, এপ্রিল ২০২৪ ৯:৫৪:২৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

সিলেট-সুনামগঞ্জে ৪ দশমিক ১ মাত্রার ভূমিকম্প

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:০৪ পিএম, ২৭ জানুয়ারি ২০২০ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সিলেট ও সুনামগঞ্জে ৪ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এ ঘটনায় কোনো ক্ষতির খবর পাওয়া যায়নি।

সিলেট আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী জানান, সোমবার দুপুর ১টা ১০ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের উৎপত্তিস্থল সিলেটের গোয়াইনঘাট সীমান্ত।

ঢাকা আবহাওয়া অফিসের ইলেকট্রিক্যাল সহকারী মো. হানিফ জানান, ভূমিকম্পের কেন্দ্রস্থল সিলেট সদর থেকে ৯ কিলোমিটার উত্তরে গোয়াইনঘাট উপজেলা। ভূমিকম্পের মাত্রা ছিল রিকটার স্কেলে ৪ দশমিক ১।

এদিকে ভূকম্প শুরু হওয়ার পর নগরীর জিন্দাবাজারে বিভিন্ন মার্কেট ও অফিস থেকে আতঙ্কিত লোকজনকে রাস্তায় বের হয়ে আসতে দেখা যায়। এ সময় মার্কেটের ক্রেতারা ছোটাছুটি শুরু করেন।

-জেডসি