ঢাকা, শনিবার ২৭, এপ্রিল ২০২৪ ৫:২০:৪৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

৮৩ আরোহী নিয়ে আফগান উড়োজাহাজ বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:১১ পিএম, ২৭ জানুয়ারি ২০২০ সোমবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

আফগানিস্তানে যাত্রীবাহী একটি উড়োজাহাজ ৮৩ জন আরোহী নিয়ে বিধ্বস্ত হয়েছে। রাজধানী কাবুল থেকে হেরাতের দিকে যাওয়ার সময় সোমবার ওই উড়োজাহাজটি গজনি প্রদেশের পাহার নামক জায়গায় বিধ্বস্ত হয়।তবে হতাহতের কোনো খবর এখনো পাওয়া যায়নি।খবর-রুশ সম্প্রচারমাধ্যম আরটি।

ব্রিটিশ দৈনিক ডেইলি মিররের খবরে জানানো হয়, বিমানটি বিধ্বস্ত হওয়ার পর এখনো ঘটনাস্থলের সর্বশেষ অবস্থা জানা যায়নি। কতজন হতাহত হয়েছেন, তাও নিশ্চিত হতে পারেনি কোনো সংবাদমাধ্যম কিংবা সরকারি কর্মকর্তারা। তবে বিমান দুর্ঘটনায় অনেকে হতাহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, রাষ্ট্রীয় মালিকানাধীন ওই বিমানটি কাবুল থেকে হেরাতের উদ্দেশে উড্ডয়নের পর স্থানীয় সময় দুপুর সোয়া ১টায় রাজধানী থেকে দক্ষিণ-উত্তরের একটি পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয়। প্রতিবেদন অনুযায়ী, তালেবান সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে সেখানে আগুন জ্বালিয়ে দেয়ার চেষ্টা করছেন।

রুশ সম্প্রচার মাধ্যম আরটির প্রতিবেদনে জানানো হয়, রাজধানী কাবুল থেকে হেরাতের উদ্দেশে রওনা করার জন্য উড্ডয়নের পর দেশটির উত্তরাঞ্চলীয় গজনি প্রদেশের দেহ ইয়ান নামক জেলার একটি পাহাড়ের ওপর বিমানটি বিধ্বস্ত হয়। বিমানটির মালিকানা আরিয়ানা আফগান নামক একটি সরকারি বিমান পরিবহন কোম্পানির।

-জেডসি