ঢাকা, শুক্রবার ২৬, এপ্রিল ২০২৪ ২১:৫২:৩২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

করোনাভাইরাসের আতঙ্ক এবার কলকাতায়

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:৫১ পিএম, ২৭ জানুয়ারি ২০২০ সোমবার

করোনাভাইরাসের আতঙ্ক এবার কলকাতায়

করোনাভাইরাসের আতঙ্ক এবার কলকাতায়

করোনাভাইরাসের আতঙ্ক এবার পশ্চিমবঙ্গের  কলকাতায়। রোববার রাতে করোনাভাইরাস সন্দেহে বেলেঘাটার আইডি হাসপাতালে এক চীনা তরুণীকে ভর্তি করা হয়েছে। আপাতত তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানা গেছে।

ভারতীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, ওই তরুণীর নাম জো হুয়ামিন (২৮)। ৬ মাস আগে ভ্রমণে বেরিয়ে নামিবিয়া, মরিস আস, মাদাগাস্কা হয়ে গত ২৪ জানুয়ারি ভারতে প্রবেশ করেন। দিন কয়েক আগে অসুস্থতা নিয়ে বাইপাসের ধারে অ্যাপোলো হাসপাতালে ভর্তি হন তিনি। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণ দেখা দেওয়ায় গতকাল রাতে তাকে বেলেঘাটার আইডি হাসপাতালে পাঠানো হয়। তবে ভাষাগত সমস্যা তার চিকিত্‍সার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে বলে জানিয়েছেন চিকিত্‍সকরা।

কলকতায় আসার আগেই তিনি কোনও রোগে আক্রান্ত ছিলেন কিনা, তা জানার চেষ্টা করছেন ডাক্তাররা। তার বিষয়ে খোঁজখবর করছেন রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয়কুমার চক্রবর্তী।

চীন থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস এখন বিশ্বজুড়ে এক আতঙ্কের নাম। এ ভাইরাসে আক্রান্ত হয়ে কেবল চীনেই আজ সোমবার পর্যন্ত ৮০ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যাও ছাড়িয়েছে তিন হাজার।

এই ভাইরাসের হাত থেকে বাঁচতে একাধিক পদক্ষেপ নিয়েছে ভারত। বিমানবন্দরগুলোতে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। মুম্বইয়ে চীন ফেরত দুজনকে নজরদারিতে রাখা হয়েছে। চীন থেকে যারা আসছেন দমদম বিমানবন্দরে তাদের থার্মাল স্কিনিং হচ্ছে। যদি কারোর মধ্যে করোনাভাইরাসের সংক্রমণের উপসর্গ মেলে তাদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। চীনের নাগরিক হলে তাদের ফেরত পাঠানো হবে। ভারতীয় হলে তাদের বেলেঘাটা আইডিতে পাঠানো হবে। বেলেঘাটা আইডিতে বিশেষ আইসোলেশন ওয়ার্ডের ব্যবস্থা রাখা হয়েছে। করোনাভাইরাসে আক্রান্ত হলে চিকিৎসা দিতে প্রস্তুত বেলেঘাটা আইডি।