ঢাকা, শনিবার ২৭, এপ্রিল ২০২৪ ০:০৪:৩২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

মুন্সীগঞ্জে হঠাৎ জ্বরে দুজনের মৃত্যু, করোনায় আক্রান্তের গুঞ্জন

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:৫৯ পিএম, ২৭ জানুয়ারি ২০২০ সোমবার

মুন্সীগঞ্জে হঠাৎ জ্বরে দুজনের মৃত্যু, করোনায় আক্রান্তের গুঞ্জন

মুন্সীগঞ্জে হঠাৎ জ্বরে দুজনের মৃত্যু, করোনায় আক্রান্তের গুঞ্জন

মুন্সীগঞ্জের লৌহজংয়ের যশলদিয়া গ্রামের মীর সোহেলের ছেলে মীর আব্দুর রহমান (৩) রোববার রাত ২টার দিকে হঠাৎ জ্বরে আক্রান্ত হয়। এক ঘণ্টার ব্যবধানেই মারা যায় সে। এর আগে রোববার সকাল ৮টার দিকে একইভাবে মারা যান ওই শিশুর চাচা মীর জুয়েলের স্ত্রী শামীমা বেগম (৩৪)।

শামীমার ভাই রকি আহমেদ বলেন, ‘আমার বোন রোববার সকালে শরীরে জ্বর অনুভব করছিলেন। কিছুক্ষণের ভেতর জ্বর কিছুটা বাড়ে। একই সঙ্গে শরীরের বিভিন্ন অংশে চাকা চাকা রক্তের দাগ দেখা দেয়। এর মাত্র ঘণ্টাখানেকের মধ্যেই মারা যান তিনি।’

তিনি জানান, এরপর রাতে মীর সোহেলের ছেলে আব্দুর রহমানের শরীরেও জ্বর জ্বর ভাব দেখা যায়। একইভাবে ঘণ্টাখানেকের মধ্যেই মারা যায় সে। তার শরীরেও রক্তের জমাটের দাগ দেখা যায়। পরিবারের সদস্যদের ও এলাকাবাসীর পক্ষ থেকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে জানানো হয়েছে।

এ বিষয় লৌহজং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শামীম আহমেদ জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুর খবরটি নিশ্চিত করে বলেন, ‘ওই বাড়িতে সিভিল সার্জন অফিস ও উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মেডিকেল টিম পাঠানো হয়েছে। এছাড়া ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্মকর্তাদের এ বিষয়ে অবগত করা হয়েছে।’

শামীমা ও রহমানের মৃত্যু করোনাভাইরাসে হয়েছে- এমন আলোচনা প্রশ্নে তিনি বলেন, ‘তাদের করোনাভাইরাসের কারণে মৃত্যু হয়েছে কিনা এ বিষয়ে তদন্ত করা হচ্ছে। এ মুহূর্তে তাদের মৃত্যুর সঠিক কারণ বলা যাচ্ছে না। তদন্ত রিপোর্ট দেখার পর বলা যাবে।’