ঢাকা, শুক্রবার ১৯, এপ্রিল ২০২৪ ১১:১৫:২৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

চীনাদের ভিসা দেওয়া স্থগিত করছে ফিলিপিন্স

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৩৮ পিএম, ২৮ জানুয়ারি ২০২০ মঙ্গলবার

চীনাদের ভিসা দেওয়া স্থগিত করছে ফিলিপিন্স

চীনাদের ভিসা দেওয়া স্থগিত করছে ফিলিপিন্স

করোনাভাইরাস আতঙ্কে চীনা পর্যটকদের ভিসা দেওয়া সাময়িক স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে ফিলিপিন্স সরকার। আজ মঙ্গলবার ফিলিপাইন ব্যুরো অব ইমিগ্রেশনের দেওয়া বিবৃতির বরাত দিয়ে সংবাদ প্রকাশ করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম ‘আল জাজিরা’।  

ফিলিপিন্স ব্যুরো অব ইমিগ্রেশনের ওই বিবৃতিতে জানানো হয়, চীনের মূল ভূখণ্ড থেকে পর্যটকদের আগমনে অস্থায়ীভাবে ভিসা দেওয়া বন্ধ করা হবে।

ফিলিপিন্স ব্যুরোর কমিশনার জাইম মোরেন্তে এক বিবৃতিতে বলেন, ‘আমরা ভ্রমণ কমিয়ে দেওয়ার জন্য এই সক্রিয় ব্যবস্থা গ্রহণ করছি এবং ২০১৯-এনসিওভি আইন এ প্রবেশ ঠেকাতে সহায়তা করবে।’