ঢাকা, শুক্রবার ০৩, মে ২০২৪ ১৯:২৩:০০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ব্রাজিলের দক্ষিণপূর্বাঞ্চলে বন্যায় ৫২ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৫৬ এএম, ২৯ জানুয়ারি ২০২০ বুধবার

ব্রাজিলের দক্ষিণপূর্বাঞ্চলে বন্যায় ৫২ জনের প্রাণহানি

ব্রাজিলের দক্ষিণপূর্বাঞ্চলে বন্যায় ৫২ জনের প্রাণহানি

ব্রাজিলের দক্ষিণপূর্বাঞ্চলীয় মিনাস গারাইস রাজ্যে ব্যাপক বন্যায় মোট ৫২ জনের প্রাণহানি ঘটেছে। রাজ্যটির বেসামরিক প্রতিরক্ষা সংস্থা মঙ্গলবার একথা জানায়। খবর এএফপি’র।

সংস্থার এক বিবৃতিতে বলা হয়, এ বন্যার ঘটনায় এখনো এক ব্যক্তি নিখোঁজ রয়েছে এবং ৬৫ জন আহত, ৩৩ হাজার ২৯০ জন গৃহহীন হয়েছে।

কর্তৃপক্ষ ব্যাপক বন্যার কারণে এ রাজ্যের ১০১টি শহরে জরুরি অবস্থা ঘোষণা করেছে। বন্যায় অনেক শহর একেবারে সয়লাব হয়ে গেছে।

ব্রাজিলের ফেডারেল সরকার রোববার মিনাস গারাইসের ক্ষতিগ্রস্ত বিভিন্ন অবকাঠামো পুন:নির্মাণে ২ কোটি ১৪ মার্কিন ডলার বরাদ্দ দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

রাজ্যের রাজধানী বেলো হোরিজন্টিতে বন্যা, ভূমিধস ও ঘরবাড়ি ধসে পড়ে শুক্রবার থেকে ১৩ জনের মৃত্যু হয়েছে।