ঢাকা, রবিবার ০৫, মে ২০২৪ ১০:৪৪:০৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বার্টিকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে কেনিন

ক্রীড়া ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:০১ পিএম, ৩১ জানুয়ারি ২০২০ শুক্রবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

বিশ্বের এক নম্বর খেলোয়াড় অ্যাশলে বার্টিকে পরাজিত করে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠেছেন ১৪তম বাছাই মার্কিন তারকা সোফিয়া কেনিন। এই প্রথম কোনো গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করলেন তিনি।

সেমিফাইনালে কেনিন বিস্ময়কর ভাবে ৭-৬ (৮/৬), ৭-৫ গেমে হারিয়ে দিয়েছেন অস্ট্রেলিয়ান বার্টিকে। এই জয়ের ফলে আগামীকাল ফাইনালে তিনি অবাছাই গার্বিন মুগুরুজার মোকাবেলা করবেন। চতুর্থ বাছাই রোমানীয় তারকা সিমোনা হালেপকে ৭-৬ (১০/৮), ৭-৫ গেমে হারিয়ে ফাইনালে ওঠেন মুগুরুজা।

অঘটনের জন্ম দিয়ে ফাইনাল নিশ্চিত করা মস্কোয় জন্মগ্রহণকারী ২১ বছর বয়সী কেনিন ম্যাচ শেষে বলেন, ‘বার্টি কঠিন খেলোয়াড়দের একজন। খুবই দারুণ খেলেছেন। তবে জানতাম জয়ের পথ ঠিকই খুঁজে নিতে পারব। আমি এখনো বিশ্বাস করতে পারছি না। একেবারেই নির্বাক হয়ে গেছি। পাঁচ বছর বয়স থেকেই আমি এই স্বপ্নটির অপেক্ষাতেই ছিলাম। এখানে আসার জন্য আমি প্রচুর পরিশ্রম করেছি। তার সঙ্গে সত্যিই কঠিন লড়াই করতে হয়েছে। কারণ তিনি হচ্ছেন এক নম্বর তারকা।

-জেডসি