আজ রাজধানীর জ্যামহীন ভিন্ন রূপ
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১১:২৮ এএম, ১ ফেব্রুয়ারি ২০২০ শনিবার
রাজধানী ঢাকা আজ একদম ফাঁকা
রাজধানী ঢাকা আজ শনিবার একদম ফাঁকা। নেই যানবাহনের কোন কোলাহল। টুংটাং শব্দে দুয়েকটি রিক্সা চলছে হলি থেকে রাজপথে। সিটি নির্বাচনে ভোটগ্রহণ চলছে আনন্দঘন পরিবেশে। জ্যামহীন পরিবেশে ভোটাররা যাচ্ছেন ভোটকেন্দ্রে।
এদিকে ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে টানা ২১ দিন নির্ঘুম প্রচার চালিয়েছেন প্রার্থী-সমর্থকরা। প্রচার-প্রচারণায় উৎসবমুখর হয়ে ওঠে ঢাকা। অলিগলি থেকে শুরু করে রাজপথ সব জায়গাই ভোটের বাদ্যি বাজতে থাকে। প্রার্থীদের পক্ষে ভোট প্রার্থনা করে মাইকিং আর জনপ্রিয় কিছু গানের সুরে তৈরি করা গান বেজেছে সকাল থেকে গভীররাত পর্যন্ত। এমন সরব ঢাকায় নির্বাচনী বাধ্যবাধকতায় শুক্রবার সকাল (বৃহস্পতিবার মধ্যরাত) থেকে দুই সিটিতে নেমে আসে নীরবতা।
গতকাল রাস্তায় নেমে অন্য এক ঢাকার চিত্র চোখে পড়ে। রাস্তায় মানুষের ভিড় নেই, সড়কে নেই যানজট। পুরো নগরী ফাঁকা। শেকড়ের টানে ঢাকা ছাড়ার পর ঈদ উদযাপনের পরের দিন মহানগরীর যে অবস্থা হয় সে রূপে ফিরেছে। ঢাকার অলিগলিগুলোয়ও ছিল অনেকটা সুনসান। এমনকি ফুটপাতের চা স্টলগুলোয়ও ছিল না কোনো ভিড়। রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ঘুরে এমনই চিত্র দেখা গেছে।
ঢাকার বিভিন্ন এলাকায় ঘুরে এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, যানবাহন চলাচলে নির্বাচন কমিশনের কিছু বিধিনিষেধ থাকায় জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেন না। তা ছাড়া ছুটির দিন হওয়ায় সাধারণ মানুষের কর্মব্যস্ততাও তেমন ছিল না। এ কারণে গতকাল নগরীর চিত্র ছিল পুরোপুরি ভিন্ন।
নগরীর বিভিন্ন রাজপথে সম্প্রতি মোটরসাইকেলের দৌরাত্ম্য বেড়ে গেলেও শুক্রবার নগরীর চিত্র ছিল ভিন্ন। এদিন সড়কে মোটরসাইকেল ছিল না বললেই চলে। বৃহস্পতিবার মধ্যরাত থেকে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা থাকায় এমন চিত্র দেখা গেছে। সড়কে যে দু-একটি মোটরসাইকেল দেখা গেছে, তাদের ঠেকাতে পুলিশ ছিল তৎপর। আজও একই চিত্র চোখে পড়ে রাজধানীর বিভিন্ন এলাকায়।
