ঢাকায় যানবাহন চলাচল বন্ধে রিকশার দৌরাত্ম
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১১:৩২ এএম, ১ ফেব্রুয়ারি ২০২০ শনিবার
ছবি: সংগৃহীত
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ভোট যুদ্ধ শুরু হয়েছে। আজ শনিবার সকাল আটটা থেকে রাজধানী ঢাকার দুই সিটির পরবর্তী ‘অভিভাবক’ বেছে নিতে ভোট দেওয়া শুরু করেছেন ভোটাররা। সকাল আটটা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল চারটা পর্যন্ত।
ভোটের সুরক্ষা নিশ্চিত করার জন্য এরইমধ্যে রাজধানীতে যন্ত্রচালিত যানবাহন চলাচলের ওপর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। ৩১ জানুয়ারি দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে শুরু হয়ে এই নিষেধাজ্ঞা চলবে ১ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত।
এমতাবস্থায় রাজধানীতে ভোট দিতে আসা মানুষের ভরসা রিকশা। কিন্তু এই জন্য যাত্রীদের গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া। ক্ষেত্র বিশেষে এর পরিমাণ মূল ভাড়ার চেয়ে কয়েকগুণ বেশি।
সরেজমিনে ঘুরে দেখা যায়, অতিরিক্ত ভাড়ার কারণে অনেকেই বাধ্য হয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন।
এই বিষয় আরমান নামের এক পথচারী বলেন, আজ রিকশা চালকরা যা করলেন তা রীতিমত বিরক্তিকর। সকাল থেকে হাঁটছি। ভোট দিতে যাব।
-জেডসি
