ভোটার উপস্থিতি বাড়ছে: ডিএনসিসি রিটার্নিং অফিসার
ইউএনবি
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০২:২৩ পিএম, ১ ফেব্রুয়ারি ২০২০ শনিবার
ভোটার উপস্থিতি বাড়ছে। ছবি: ইউএনবি
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) রিটার্নিং অফিসার আবুল কাশেম বলেছেন, বেলার বাড়ার সাথে সাথে কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ক্রমশ বাড়ছে।
উত্তরা আইআইএস স্কুল কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
অনিয়মের অভিযোগ সম্পর্কে জানতে চাইলে রিটার্নিং অফিসার বলেন, ডিএনসিসির ১ হাজার ৩১১টি ভোট কেন্দ্রের মধ্যে মাত্র ১৪টি কেন্দ্র থেকে অভিযোগ পাওয়া গেছে, যা মাত্র এক শতাংশ।
অভিযোগ পাওয়ার সাথে সাথে সেখানে নিরাপত্তা বাহিনী পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
‘সব জায়গায় পরিস্থিতি স্বাভাবিক। আমি ভোটারদের সাথেও কথা বলেছি। কেউ কোনো অভিযোগ করেনি,’ বলেন তিনি।
আজ শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কোনোরকম বিরতি ছাড়াই ঢাকার দুই সিটিতে মেয়র ও কাউন্সিলর নির্বাচনের জন্য ভোটগ্রহণ চলছে। প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে সিটি নির্বাচনের ভোটগ্রহণ চলছে।
