ঢাকা, শনিবার ২০, ডিসেম্বর ২০২৫ ১:৪০:৪৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

প্রাথমিকে ৪৬৩ শিক্ষকের নিয়োগ স্থগিত

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:০৬ পিএম, ৩ ফেব্রুয়ারি ২০২০ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার চূড়ান্ত তালিকায় স্থান পাওয়া কিশোরগঞ্জ জেলার ৪৬৩ জনের কার্যক্রম স্থগিত করেছে হাইকোর্ট। আগামী ৬ মাসের জন্য এই স্থগিতাদেশ দেয়া হয়েছে।একইসাথে এদের নিয়োগ কার্যক্রম কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে  উচ্চ আদালত।

সোমবার (০৩ ফেব্রুয়ারি) এই বিষয়ে এক আবেদনের শুনানি করে বিচারপতি শেখ মো. হাসান আরিফ ও বিচারপতি মাহমুদ হাসান তালুকদারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।    

শিল্পী রানী দাস, জয়বালা রানী, তাসরিফা আকতার ঐশী, নুরুন্নাহার বেগম, সালমা আক্তার, রাজিয়া আক্তার, বাসন্তী রানী দাস, রিমা রানী চৌধুরী, অনামিকাসহ ১৪ জন এই রিট আবেদন করেন।

আদালতে রিটকারী আইনজীবী অ্যাডভোকেট জামিউল হক ফয়সাল আদেশের বিষয়টি নিশ্চিত করেন।  

আদালত থেকে বেরিয়ে আইনজীবী ফয়সাল সাংবাদিকদের জানান, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা ২০১৩ এর ৭ ধারায় বলা হয়েছে, এই বিধিমালার অধীন সরাসরি নিয়োগযোগ্য পদগুলোর ৬০ শতাংশ নারী প্রার্থীর দ্বারা, ২০ শতাংশ পৌষ্য প্রার্থীর দ্বারা এবং বাকি ২০ শতাংশ পুরুষ প্রার্থীকে নিয়োগ দিতে হবে। এই নীতিমালা লঙ্ঘন করায় আদালতে রিট করা হয়।

প্রসঙ্গত, এর আগে আরো বেশ কয়েকটি জেলার ফলাফল একই কারণে স্থগিত করা হয়।

-জেডসি