ঢাকা, শুক্রবার ২৬, এপ্রিল ২০২৪ ৩:৩৯:০১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

খালেদার মুক্তির দাবিতে বিকেলে বিএনপির সমাবেশ

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২৭ পিএম, ৮ ফেব্রুয়ারি ২০২০ শনিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারাগারে বন্দির দুই বছর পূর্ণ হচ্ছে আজ ৮ ফেব্রুয়ারি। দিনটি উপলক্ষে প্রতিবাদ কর্মসূচি দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপি।শনিবার (০৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সমাবেশ করবে ঐক্যফ্রন্ট এবং বিকেলে রাজধানীর নয়াপল্টনে জনসভা করবে বিএনপি।

ঐক্যফ্রন্টের দপ্তরের দায়িত্বে থাকা জাহাঙ্গীর আলম মিন্টু বলেন, খালেদা জিয়াকে রাজনৈতিক ও ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে দুই বছর কারাগারে বন্দি রাখা হয়েছে। কারাবাসের প্রতিবাদে ও মুক্তির দাবিতে শনিবার সমাবেশ করবে ঐক্যফ্রন্ট। বেলা ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ড. কামাল হোসেন।

এদিকে, খালেদা জিয়ার রোগমুক্তি এবং তার মুক্তির দাবিতে একই দিন নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জনসভা করার ঘোষণা দিয়েছে বিএনপি। বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী এ তথ্য নিশ্চিত করে বলেন, আমরা জনসভার সব ধরনের প্রস্তুতি শেষ করেছি। পুলিশের পক্ষ থেকে মৌখিক অনুমতিও দেয়া হয়েছে। আগামীকাল ২টা থেকে জনসভা শুরু হবে।

অপরদিকে, খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় শুক্রবার (০৭ ফেব্রুয়ারি) বাদজুমা মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, ‘খালেদা জিয়ার কারাবাসের দুই বছর উপলক্ষে শুক্রবার দেশব্যাপী মসজিদে-মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে লিফলেটও বিতরণ করা হয়েছে।’

উল্লেখ্য, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে প্রথমে পাঁচ বছরের সাজা দেন নিম্ন আদালত। এরপর পাঁচ বছরের দণ্ডাদেশ বাতিল চেয়ে করা আপিলে সাজা বাড়িয়ে ১০ বছর করেন উচ্চ আদালত। বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে বর্তমানে ৩৩টি মামলা চলছে। কারাবন্দি খালেদা জিয়াকে গত বছরের ১ এপ্রিল চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি করা হয়। এখন তিনি সেখানেই আছেন।

-জেডসি