ভালোবাসা দিবসে গণ আবেদন কর্মসূচি
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১২:৩৬ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২০ মঙ্গলবার
১৪ ফেব্রুয়ারি, ভালবাসা দিবস। এদিন গণ আবেদন কর্মসূচি পালন করবে বাংলাদেশ সাধারণ ছাত্রকল্যাণ পরিষদ। চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ সহ চার দফা দাবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক ভালোবাসা চেয়ে এ গণআবেদন কর্মসূচি পালন করবে বলে জানিয়েছে চাকরিপ্রত্যাশীরা। সোমবার সংগঠনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মুজিব শতবর্ষ সামনে রেখে আগামী ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে প্রধানমন্ত্রীর আন্তরিক ভালোবাসাে চেয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গণআবেদন পাঠানো হবে। জেলা পর্যায়ে দেশের সব জেলা প্রশাসক বরাবর এ আবেদন দেয়া হবে।
তাদের চার দফা দাবি হলো- চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছরে উন্নীতকরণ, চাকরির আবেদন ফি কমিয়ে ৫০-১০০ টাকা নির্ধারণ, নিয়োগ পরীক্ষা জেলা কিংবা বিভাগীয় পর্যায়ে আয়োজন করা এবং তিন থেকে সর্বোচ্চ ছয় মাসের মধ্যে নিয়োগ সম্পন্নসহ সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন।
: এমি।
