ঢাকা, শুক্রবার ১৯, এপ্রিল ২০২৪ ১৯:৪১:৩০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

এখন থেকে এনআইডি পাবে যুক্তরাজ্যে প্রবাসীরা

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:৫৩ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২০ বৃহস্পতিবার

এখন থেকে এনআইডি পাবে যুক্তরাজ্যে প্রবাসীরা

এখন থেকে এনআইডি পাবে যুক্তরাজ্যে প্রবাসীরা

এখন থেকে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করতে পারবেন যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিরা। মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাতের পর তৃতীয় দেশ হিসেবে যুক্তরাজ্যে এ সংশ্লিষ্ট কার্যক্রম উদ্বোধন করলো নির্বাচন কমিশন (ইসি)।

সম্প্রতি লন্ডনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে লাইভ ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনলাইনে নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা।

কনফারেন্সে সিইসি বলেন, ‘আপনারা আবেদন করবেন অনলাইনে। যত তাড়াতাড়ি সম্ভব সেগুলো সম্পন্ন করে আবার আপনাদের কাছে ফিরিয়ে দেব। ছবি তুলে নিয়ে যাওয়া হবে, বায়োমেট্রিক হবে। উন্নততম প্রযুক্তির মাধ্যমে জাতীয় পরিচয়পত্র দেওয়া হবে। ভোটার হিসেবে আপনারা নিবন্ধিত হবেন।’

কেএম নূরুল হুদা আরও বলেন, ‘পরবর্তীতে যুক্তরাজ্যে থেকে কীভাবে বাংলাদেশে ভোট দিতে পারবেন- সে ব্যবস্থা করা হবে।’

যুক্তরাজ্যের প্রবাসী বাংলাদেশিদের নিবন্ধন করার দায়িত্বে থাকবেন নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম।

যুক্তরাজ্যে বাংলাদেশ দূতাবাস ও নির্বাচন কমিশনের লাইভ কনফারেন্স অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশটিকে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীম।