ঢাকা, শনিবার ২০, এপ্রিল ২০২৪ ১৬:৪৪:৩৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

সিঙ্গাপুরে আরও দুই বাংলাদেশি করোনাভাইরাস আক্রান্ত

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৪৫ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২০ বৃহস্পতিবার

সিঙ্গাপুরে আরও দুই বাংলাদেশি করোনাভাইরাস আক্রান্ত

সিঙ্গাপুরে আরও দুই বাংলাদেশি করোনাভাইরাস আক্রান্ত

সিঙ্গাপুরে আরও দুই বাংলাদেশি নাগরিক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এ দুজন ‘ওয়ার্ক পাস’ নিয়ে স্লেটার এয়ারস্পেস হাইটসের একটি ওয়ার্কসাইটে কাজ করেন।

আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর জানায় সিঙ্গাপুরের সংবাদমাধ্যম দ্যা স্ট্রেইটস টাইমস। এতে বলা হয়, ৩৭ ও ৩০ বছর বয়সী দুই বাংলাদেশি নাগরিক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সিঙ্গাপুরে এখন পর্যন্ত ভাইরাসটিতে মোট চারজন বাংলাদেশি আক্রান্ত হয়েছেন।

প্রথমে গত রোববার এক বাংলাদেশি নাগরিক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া যায়। এর পর গত মঙ্গলবার ৩৯ বছর বয়সী আরেক বাংলাদেশি নাগরিক এই ভাইরাসে আক্রান্ত হন।

সিঙ্গাপুর সরকারের তথ্য মতে, দেশটিতে এ পর্যন্ত ৫৮ জনের দেহে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। এ সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

প্রসঙ্গত, গত ডিসেম্বরে চীনের মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশে প্রথমবারের মতো করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। এরপর থেকে চীনে মহামারি আকার ধারণ করে ভাইরাসটি। চীনের ৩১ প্রাদেশিক পর্যায়ের অঞ্চল ছাড়াও বিশ্বব্যাপী ছড়িয়েছে ভাইরাসটি। এতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১ হাজার ৩৫৭ জন মারা গেছেন।