ঢাকা, বুধবার ২৪, এপ্রিল ২০২৪ ০:২৩:৪৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

যুক্তরাষ্ট্রে দুর্বৃত্তের হামলায় আহত বাংলাদেশি নারী

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:০৬ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২০ শুক্রবার

রাবিয়া বেগম

রাবিয়া বেগম

নিউ ইয়র্কে হামলার শিকার হয়েছেন বাংলাদেশি এক নারী। পাতাল ট্রেনে করে যাওয়ার সময় ২৩ বছর বয়সী রাবিয়া বেগমকে ছুরি দিয়ে আঘাত করে এক দুর্বৃত্ত। গত বুধবার রাত ১০টার দিকে ব্রোনিক্সের ব্রুক অ্যাভিনিউ স্টেশনে এই ঘটনা ঘটে।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম 'সিবিএস নিউজ' জানিয়েছে, গতবছর বাংলাদেশ থেকে নিউ ইয়র্কে যান রাবিয়া। নিউ ইয়র্কে ডানকিনস ডোনাটস নামে একটি দোকানে কাজ করেন তিনি। সেখান থেকেই বুধবার রাতে বাড়ি ফিরছিলেন রাবিয়া।

রাবিয়া বলেন, ‘আকস্মিক আমার ওপর ঝাপিয়ে পড়ে ছুরি দিয়ে আঘাত করেন ওই ব্যক্তি। আমার মুখে আঘাত করতে গেলে আমি হাত দিয়ে ঠেকাই। তখন তিনি আমার হাতে আক্রমণ করেন।  নিজেকে বাঁচাতে আমি ট্রেনের অন্য কামড়ায় গেলেও হামলাকারী আমার পিছু নেন।  আমি আর কখনো পাতাল ট্রেনে উঠব না।'

পুলিশ জানায়, ট্রেন যখন ১৩৮তম স্ট্রিটে গিয়েছে। তখনই ধারালো একটি বস্তু ব্যাগ থেকে বের করে তাকে আঘাত করা হয়।  হামলার আগে তাদের মধ্যে কোনো কথা হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই নারীর ওপর হামলাকারী উঠে এলোপাতাড়ি ছুরিকাঘাত করতে থাকে।

এ ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ করেছে পুলিশ। সেখানে দেখা যায় ২০-৩০ বছর বয়সী এক যুবক ছুরি দিয়ে হামলা করছে। পুলিশ জানিয়েছে, দ্রুত এই হামলাকারীকে আটক করা হবে।