ঢাকা, শুক্রবার ২৬, এপ্রিল ২০২৪ ১৪:২৫:২১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

২৪ ঘন্টায় দেশে শীতজনিত রোগে আক্রান্ত ৩১৩০

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১২ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২০ সোমবার

সারাদেশে গত ২৪ ঘন্টায় শীতজনিত রোগে আক্রান্ত হয়েছে ৩১৩০ জন। এদের মধ্যে শ্বাসতন্ত্রের সংক্রমণে আক্রান্ত হয়েছে ৬শ ৪৯ জন। ডায়রিয়ায় ১ হাজার ৫শ ৭৫ জন এবং অন্যান্য অসুখে (জন্ডিস ,আমাশয়, চোখের প্রদাহ , চর্মরোগ, জ্বর) ৯ শ ০৬ জন। দেশের ২৯৬টি উপজেলার থেকে এ পরিসংখ্যান সংগ্রহ করা হয়েছে।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন্স সেন্টার ও কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. আয়শা আক্তার এতথ্য জানান।

তিনি জানান, সারাদেশে গত নভেম্বর থেকে এ পর্যন্ত শীতজনিত রোগে আক্রান্ত হয়েছে ৫ লাখ ১৬ হাজার ৮শ ২৭ জন। এরমধ্যে ৮৬ হাজার ৭শ ৭৪ জন শাসতন্ত্রের সংক্রমণে, ডায়রিয়ায় ২ লাখ ০৪ হাজার ৪শ ৯৫ জন এবং অন্যান্য অসুস্থতায় ২ লাখ ২৫ হাজার ৫শ ৫৮ জন আক্রান্ত হয়েছে। এদের মধ্যে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৬১ জন।