ঢাকা, রবিবার ২৮, এপ্রিল ২০২৪ ১২:০২:৪০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

করোনাভাইরাসে ফের বাড়ল সোনার দাম

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:০৫ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০২০ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সোনার দাম ফের বাড়ল। দেড় মাসের ব্যবধানে সব ধরনের সোনার দর ভরিতে এক হাজার ১৬৬ টাকা বেড়েছে। করোনাভাইরাসের কারণে আন্তর্জাতিক বাজারে সোনার দাম বেড়ে যাওয়ায় স্থানীয় বাজারে সোনার দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা।

বুধবার থেকে বাংলাদেশের বাজারে সবচেয়ে ভালো মানের (২২ ক্যারেট) প্রতি ভরি সোনা সোনা ৬১ হাজার ৫২৮ টাকায় বিক্রি হবে। এছাড়া ২১ ক্যারেট ৫৯ হাজার ১৯৫ টাকা, ১৮ ক্যারেটের সোনা ৫৪ হাজার ১৭৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা বিক্রি হবে ৪১ হাজার ৪০৭ টাকায়।

মঙ্গলবার পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ৬০ হাজার ৩৬১ টাকায় বিক্রি হবে। ২১ ক্যারেট বিক্রি হচ্ছে ৫৮ হাজার ২৮ টাকা, ১৮ ক্যারেটের সোনা ৫৩ হাজার ১৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা বিক্রি হয়েছে ৪০ হাজার ২৪১ টাকায়।

দাম বাড়ার কারণ ব্যাখা করতে গিয়ে বাজুসের সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোল্ডের আন্তর্জাতিক বাজার অস্থির হয়ে উঠেছে। গত দুই দিনে প্রতি আউন্স (২.৬৮৪ ভরি) ৪০ ডলার বেড়েছে।

মঙ্গলবার বাজুস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বৈশ্বিক অস্থিরতার কারণে আন্তর্জাতিক বাজারে এবং স্থানীয় বুলিয়ন মার্কেটে স্বর্ণের দাম বৃদ্ধি পেয়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে বাজুসের কার্যনির্বাহী কমিটির সভায় সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক বুধবার থেকে সোনার দাম বাড়নো হয়েছে।

গত ৫ জানুয়ারি ভরিতে এক হাজার ১৬৬ টাকা বাড়ানোর পর ২০১৩ সালের পর বাংলাদেশের বাজারে সোনার দাম ৬০ হাজার টাকা ছাড়ায়। এর আগে গত বছরের ১৮ ডিসেম্বর ডলারের দাম বাড়ার কারণে মূল্যবান এই ধাতুটির দাম একই পরিমাণ বাড়ানো হয়।

-জেডসি