ঢাকা, বুধবার ০১, মে ২০২৪ ১১:০৩:৪৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

সিটি ইউনিভার্সিটিকে ১০ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৩৪ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০২০ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সিদ্ধান্ত না মেনে আইন বিভাগে ৫০ জনের বেশি শিক্ষার্থী ভর্তি করায় বেসরকারি সিটি ইউনিভার্সিটিকে ১০ লাখ টাকা জরিমানা করেছেন আদালত। এই জরিমানার টাকা কোনো শিক্ষার্থীদের কাছ থেকে নেয়া যাবে না। বিশ্ববিদ্যালয়কেই বহন করতে হবে। একইসঙ্গে সিটি ইউনিভার্সিটিকে করা জরিমানার অর্থ বাংলাদেশ বার কাউন্সিলে জমা দিতে বলা হয়েছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) বার কাউন্সিলের পরীক্ষায় অংশ নিতে সিটি ইউনিভার্সিটির ২৫ শিক্ষার্থী করা রিটের শুনানিতে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন।

আদালতে শিক্ষার্থীদের পক্ষ ছিলেন আইনজীবী এএম আমিন উদ্দিন। বার কাউন্সিলের পক্ষ ছিলেন এওয়াই মশিউজ্জামান ও রবিউল হাসান।

আপিল বিভাগ আদেশে বলেছেন– জরিমানার অর্থ কোনোভাবেই শিক্ষার্থীদের কাছ থেকে নেয়া যাবে না। বিশ্ববিদ্যালয়ের তহবিল থেকে এই অর্থ দিতে হবে।

এরআগে ২৪ অক্টোবর হাইকোর্ট রুল দেন। একই সঙ্গে ২৫ শিক্ষার্থীকে রেজিস্ট্রেশন কার্ড প্রদান ও পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ দিতে নির্দেশ দেন। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে বার কাউন্সিল আপিল বিভাগে আবেদন করে।

বার কাউন্সিলের আবেদনটি মঙ্গলবার শুনানির জন্য আপিল বিভাগে ওঠে। এদিন আপিল বিভাগে সিটি ইউনিভার্সিটির উপাচার্যকে আজ আদালতে হাজির হতে বলেন।

সিটি ইউনিভার্সিটির উপাচার্য আজ সকালে আদালতে হাজির হন। তার বক্তব্য শোনেন আদালত। পরে ১০ লাখ টাকা জরিমানার আদেশ দেন।

পরে আইনজীবীরা জানান, বিশ্ববিদ্যালয় জরিমানার টাকা বার কাউন্সিলে জমা দেয়া সাপেক্ষে ওই শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবেন।

-জেডসি