ঢাকা, রবিবার ১৯, মে ২০২৪ ৫:৫৯:৩৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

শীতের বিদায়ে ঘরে ঘরে সর্দি-কাশি-জ্বর

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৫৯ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২০ বুধবার

শীতের বিদায়ে ঘরে ঘরে সর্দি-কাশি-জ্বর

শীতের বিদায়ে ঘরে ঘরে সর্দি-কাশি-জ্বর

দ্রুত পাল্টাচ্ছে আবহাওয়া। শীত বিদায় নিয়ে বসন্তকাল শুরু হয়েছে। সকালে ঠান্ডা। দিন গড়াতেই গরম। ঘরে ঘরে বাড়ছে জ্বর, সর্দি-কাশি, শ্বাসকষ্টের সমস্যা। বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা।

ঘরে ঘরে বাড়ছে রোগ। চিকিৎসকেরা বলছেন, বেখেয়ালি আবহাওয়ায় বাড়ছে জ্বর, সর্দি-কাশি, শ্বাসকষ্টের সমস্যা। পারদের ওঠানামার প্রভাব পড়ছে শরীরে। তাপমাত্রার হঠাৎ হঠাৎ বদলের সঙ্গে দ্রুত খাপ খাওয়াতে পারছে না শরীর। বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও প্রবীণরা। এই পরিস্থিতিতে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।

বিশেষজ্ঞরা বলছেন, চলতি এবারের শীতে বেশি সময় ধরে থাকলেও তার একটা ধারাবাহিকতা ছিল। তাই শরীরও ছিল খোশমেজাজে। কিন্তু দিন চারেক হল শীতের বিদায়বেলায় সকাল-সন্ধ্যায় ঠান্ডা লাগলেও বেলা বাড়তেই গরম লাগছে। দুপুর-বিকাল ও সন্ধ্যা-রাতের মধ্যে সময়ের যা ব্যবধান, তার তুলনায় বেশি ফারাক তাপমাত্রায়।

চিকিৎসক আব্দুল রাজ্জাক বলেন, আসলে আবহাওয়া পরিবর্তনের কারণে এমনটা হচ্ছে। এসময় সাবধানতা অবলম্বর করাই প্রধান।