ঢাকা, শুক্রবার ২৯, মার্চ ২০২৪ ১৮:৫৩:৪৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

প্রথম প্রহরে সারাদেশে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৫৯ এএম, ২১ ফেব্রুয়ারি ২০২০ শুক্রবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আজ একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আজ সেই দিন যে দিনে সালাম, রফিক, জব্বার, বরকতেরা বুকের রক্ত দিয়ে মায়ের ভাষাকে রক্ষা করেছিলেন, কোটি কোটি বাঙালির মনে আশা জাগিয়েছিলেন বাংলা ভাষায় কথা বলার, স্বপ্নকে রাঙিয়েছিলেন রক্তের অক্ষরে। প্রতিনিধিদের পাঠানো তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট…

যশোর: একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। রাত ১২টা ১ মিনিটে শহরের পুরাতন কসবাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক মোহাম্মাদ শফিউল আরিফ শ্রদ্ধা নিবেদন করেন।

বাগেরহাট: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়েছে।

নাটোর: শহরের কানাইখালী কেন্দ্রীয় শহীদ মিনারে রাত ১২টা এক মিনিটে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করে নাটোর-০২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। এরপর জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সহ সরকারী সকল দপ্তর সহ সর্ব স্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেন।

মোংলা: ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে মোংলায় নানা কর্মসূচিতে পালিত হয়েছে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস। এ উপলক্ষে একুশের প্রথম প্রহরে রাত ১২ টা ১ মিনিটে পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করেন বাগেরহাট-৩ আসনের সংসদ ও গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার, মোংলা উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাহাত মান্নান, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস কামরুন নাহার হাই, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধাসহ আওয়ামীলীগ, বি এন পি, মোংলা প্রেস কাবসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন।

গোপালগঞ্জ:  গোপালগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে রাত বারটা বাজার সাথে সাথে শহীদ মিনারের বেদিতে গোপালগঞ্জ জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক শাহিদা সুলতানা, পুলিশ প্রশাসনের পক্ষে পুলিশ সুপার মেহাম্মদ সাইদুর রহমান খান, পরে গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগ, বিএনপি, প্রেসক্লাব, সরকারী বঙ্গবন্ধু কলেজসহ বিভিন্ন সকরারী- বেসরকারী প্রতিষ্ঠান এবং  সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুস্পস্তাবক অর্পন করা হয়।

পঞ্চগড়: প্রতিবছরের ন্যায় এবার একুশের প্রথম প্রহরে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাত ১২ টা ১ মিনিটে পঞ্চগড় শহিদ মিনারে পুস্পস্তবক অর্পণ করা হয়। পুস্পস্তবক অর্পণ করেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মো: মজাহারুল হক প্রধান,জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন,পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী।  

রংপুর: একুশের প্রথম প্রহরে বিভাগীয় কমিশনার তারিকুল ইসলাম প্রথমে রংপুর কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা শহিদদের প্রতি পুষ্পমাল্য অর্পণ করেন। এরপর সিটি করপোরেশনের মেয়র, ডিআইজি, মহানগর পুলিশের কমিশনার, মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এরপর মেট্রোপলিটন পুলিশের একটি দল বিশেষ সালাম প্রদান করে। পরপরই সম্মিলিত সাংবাদিক সমাজ, রংপুর প্রেসক্লাব, রিপোর্টার্স ক্লাবসহ বিভিন্ন প্রতিষ্ঠান সংস্থার পক্ষ থেকে শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

টাঙ্গাইল: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে টাঙ্গাইল স্থানীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন টাঙ্গাইল জেলা প্রশাসনসহ সর্বস্তরের জনসাধারণ। রাত ১২.০১ মিনিটে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রথমে টাঙ্গাইলের জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পন করেন। পরে পুলিশ প্রসাশন, প্রেস ক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ব্যানারে শহীদ বেদিতে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে সর্বস্তরের জন সাধারনর শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

বরিশাল: ব‌রিশা‌লে যথা‌যোগ্য মর্যাদায় পা‌লিত হ‌চ্ছে মহান শ‌হিদ দিবস ও আন্তর্জা‌তিক মাতৃভাষা দিবস ২০২০।  রাত ১২টা ১মি‌নি‌টে ব‌রিশাল কেন্দ্রীয় শ‌হিদ মিনা‌রে সর্ব প্রথম পুষ্পার্ঘ অর্পন ক‌রেন পার্বত্য শা‌ন্তিচু‌ক্তি বাস্তবায়ন ক‌মি‌টির আহ্বায়ক (মন্ত্রী পদমর্যাদা) আবুল হাসানাত আব্দুল্লাহ। এর পর ব‌রিশাল সি‌টি ক‌র্পো‌রেশ‌নের মেয়র সের‌নিয়াবাত সা‌দিক আব্দুল্লাহ ,ব‌রিশাল বিভাগীয় ক‌মিশনার মুহাম্মদ ইয়া‌মিন চৌধুরী, ডিআই‌জির প‌ক্ষে অ‌তি‌রিক্ত ডিআই‌জি এ‌কেএম এহসান উল্লাহ, মে‌ট্রোপ‌লিটন পু‌লিশ ক‌মিশনার মোঃ শাহাবু‌দ্দিন খান, জেলা প্রশাসক এসএম অ‌জিয়র রহমান, পু‌লিশ সুপার মোঃ সাইফুল ইসলাম, নিজ নিজ দপ্তর ও প্র‌তিষ্ঠা‌নের পক্ষ থে‌কে শ‌হিদ‌দের প্র‌তি শ্রদ্ধা জানান।  

নেত্রকোনা: যথাযোগ্য মর্যাদায় নেত্রকোনায় প্রথম প্রহরে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন। বৃহস্পতিবার রাত ১২ টা ১ মিনিটে নেত্রকোনা পৌরসভার মেয়র নজরুল ইসলাম খান আলোকসজ্জার মধ্য দিয়ে প্রথম প্রহরে শুভসূচনা করেন। পরে একে একে সংরক্ষিত আসনের সংসদ সদস্য হাবিবা রহমান শেফালী, জেলা প্রশাসক মঈনউল  ইসলাম, পুলিশ সুপার আকবর আলী মুনসী ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এছাড়াও জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড , নেত্রকোনা জেলা প্রেসক্লাব, রেড ক্রিসেন্ট সোসাইটি, শেখ হাসিনা  বিশ্ববিদ্যালয়, নেত্রকোনা সরকারি মহিলা কলেজসহ বিভিন্ন প্রতিষ্টান শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

-জেডসি