ঢাকা, বুধবার ২৪, এপ্রিল ২০২৪ ৯:১২:০১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

পায়ুপথে ১৪টি স্বর্ণের বারসহ শাহজালালে নারী আটক

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৫০ এএম, ২৩ ফেব্রুয়ারি ২০২০ রবিবার

পায়ুপথে ১৪টি স্বর্ণের বারসহ শাহজালালে নারী আটক

পায়ুপথে ১৪টি স্বর্ণের বারসহ শাহজালালে নারী আটক

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীকে তল্লাশি চালিয়ে ১৪টি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টম হাউসের ঢাকার প্রিভেন্টিভ টিম। যার আনুমানিক মূল্য প্রায় ৭০ লাখ টাকা।

শনিবার দিবাগত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম বিমানবন্দরে অবস্থান নেয়। পরে নিলুফার ইয়াসমিন নামে এক যাত্রীকে তল্লাশি করে স্বর্ণের বারসহ তাকে আটক করা হয়।

কাস্টম হাউস, ঢাকার প্রিভেন্টিভ টিমের সহকারী কমিশনার সোলাইমান শরীফ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান প্রতিরোধে প্রিভেন্টিভ টিমের কর্মকর্তারা বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয়। এ সময় তারা নজরদারী বাড়াতে থাকেন। এক পর্যায়ে রাত ১২টার দিকে নিলুফার ইয়াসমিন (ফ্লাইট নম্বর-SL224) নামে এক যাত্রীকে তল্লাশি করে তার পায়ুপথ থেকে ১৪ পিস স্বর্ণবার জব্দ করা হয়।

জব্দকৃত স্বর্ণের মোট ওজন ১ কেজি ৩৭০ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৭০ লাখ টাকা।

আটক যাত্রীকে পুলিশে সোপর্দ করাসহ জব্দকৃত স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান সোলাইমান শরীফ।