ঢাকা, বুধবার ২৪, এপ্রিল ২০২৪ ১১:৩২:৩৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ঋতু বদলের ফলে যশোর হাসপাতালে রোগীর ভিড় বাড়ছে

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:২২ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২০ রবিবার

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

যশোর জেনারেল হাসপাতালে সম্প্রতি রোগীদের সংখ্যা বাড়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। ঋতু পরিবর্তনের কারণে রোগীদের ভিড় বাড়ছে বলে জানা গেছে।

হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. আরিফ আহম্মেদ বলেন, ‘ঋতু পরিবর্তনের কারণে মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন।’

আজ রোববার সকালে আটজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার কমপক্ষে ৭০ জন রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়।

গত সাত দিনে ৩৩ শিশুসহ ১৬৬ জন রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে ডা. আরিফ বাথরুম থেকে বের হওয়ার পর হাত, পা ও মুখ ভালোভাবে সাবান দিয়ে ধোয়া এবং বাসি খাবার পরিহার করার পরামর্শ দেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. দেলোয়ার হোসেন বলেন, গত সপ্তাহে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে শিশুসহ ১২৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালের সহকারী পরিচালক ডা. হারুন-উর-রশিদ বলেন, ‘সম্প্রতি ডায়রিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া শিশুদের সংখ্যা বাড়ছে।’
সূত্র : ইউএনবি