ঢাকা, বৃহস্পতিবার ২৫, এপ্রিল ২০২৪ ১৪:৩৭:৪৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

জরুরি প্রয়োজন ছাড়া করোনা আক্রান্ত দেশে ভ্রমণ না করার পরামর্শ

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৩৯ এএম, ২৪ ফেব্রুয়ারি ২০২০ সোমবার

জরুরি প্রয়োজন ছাড়া করোনা আক্রান্ত দেশে ভ্রমণ না করার পরামর্শ

জরুরি প্রয়োজন ছাড়া করোনা আক্রান্ত দেশে ভ্রমণ না করার পরামর্শ

অত্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া করোনা ভাইরাসে আক্রান্ত দেশগুলোতে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে রোগতত্ত্ব, নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট আইইডিসিআর।

আইইডিসিআর’র পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা রোববার সকালে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এই পরামর্শ দেন।

তিনি বলেন, ভ্রমণের ক্ষেত্রে যে কোনো দেশের সাবধানতা অবলম্বন করা উচিত। চীনের বাইরে রোগীর সংখ্যা এখন অনেক বেড়ে গেছে। চীন ভ্রমণ করেনি এমন লোকের আক্রান্তের সংখ্যাও বাড়ছে। কোথা থেকে এটা সংক্রমিত হচ্ছে সেটাও এখন আর জানা যাচ্ছে না।

দেশে এখনো করোনায় কেউ আক্রান্ত হয়নি উল্লেখ করে মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, কেউ সংক্রমিত হলেও মোকাবেলা করার সক্ষমতা আমাদের আছে।

তিনি জানান, সিঙ্গাপুরে বাংলাদেশ দূতাবাস থেকে প্রেরিত সর্বশেষ খবরে জানা গেছে, ৫ জন বাংলাদেশী নাগরিক করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এদের মধ্যে ১ জন আইসিইউ এবং ৪ জন কোয়ারেন্টিনে আছেন।