ঢাকা, শুক্রবার ০৩, মে ২০২৪ ১৮:৪৮:১৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

মেলায় রেবেকা ইসলামের গল্পের বই ‘গাবলু মামা’

বইমেলা ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৪৬ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২০ মঙ্গলবার

মেলায় রেবেকা ইসলামের শিশুতোষ গল্পের বই ‘গাবলু মামা’

মেলায় রেবেকা ইসলামের শিশুতোষ গল্পের বই ‘গাবলু মামা’

দীর্ঘদিন ধরে শিশু সাহিত্যে কাজ করছেন রেবেকা ইসলাম। ছোটদের জন্যে নিয়মিত লিখছেন ছড়া, কিশোর কবিতা ও গল্প। পাশাপাশি লিখছেন কবিতা।

এবারের একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে লেখকের গল্পের বই ‘গাবলু মামা’।

বইটির প্রচ্ছদ ও অলংকরণ করেছেন রজত, প্রকাশক: বাংলাপ্রকাশ, স্টল: প্যাভিলিয়ন নম্বর ২৩, মূল্য: ১০০ টাকা।

‘গাবলু মামা’ বইয়ের কেন্দ্রীয় চরিত্র গাবলুকে কেন্দ্র করে এগিয়ে যায় কাহিনি। এই মামা এক মজার মানুষ। বাবা-মায়ের দেওয়া ‘গাবলু’ নামটি পছন্দ না হওয়ায় নিজের নাম পরিবর্তন করে ‘গালিব খান’ রাখেন বেকার গাবলু। তিনি ভেবেছিলেন এতে তার চাকরি পাওয়া সহজ হবে। কিন্তু ঘটনা অন্যদিকে মোড় নেয়। শিশু-কিশোর পাঠকদের এই চরিত্রটি কাছে টানবে। উৎসাহ যোগাবে পুরো বইটি পড়ে শেষ করতে। চার রঙের চমৎকার প্রচ্ছদ আর ভেতরের অলঙ্করণ শিশু-কিশোরদের আকর্ষণ করবে।

শিশু সাহিত্যিক রেবেকা ইসলাম পেশায় শিক্ষক। শিশু-কিশোরদের জন্য লেখা তার বইগুলো হল, ‘খোকার ছড়া খুকুর ছড়া’, ‘তিন বন্ধু ও হরিণের গল্প’, ‘ছড়ায় ছড়ায় ভূতের গল্প’ ও ‘মনটা আমার যায় হারিয়ে’। এবছর রেবেকা ইসলামের আরও একটি বই প্রকাশিত হয়েছে, নাম  ‘সমকালীন ছড়া’।