ঢাকা, সোমবার ২২, ডিসেম্বর ২০২৫ ৩:০৪:০০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

হারের হ্যাটট্রিকে বিশ্বকাপ থেকে টাইগ্রেসদের বিদায়

ক্রীড়া ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:২৬ পিএম, ২৯ ফেব্রুয়ারি ২০২০ শনিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা তৃতীয় হারের স্বাদ নিয়ে বিদায় নিশ্চিত করলো বাংলাদেশ নারী দল। মেলবোর্নে নিউজিল্যান্ডকে মাত্র ৯১ রানেই বেঁধে ফেলে টাইগ্রেসরা। জবাবে চরম ব্যাটিং ব্যর্থতায় ৭৪ রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস। ১৭ রানের হারে বিশ্বকাপ থেকে বিদায় নিলো সালমা খাতুনের দল।

মেলবোর্নে নিউজিল্যান্ডের দেয়া ৯২ রানের মামুলি লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪০ রানের মধ্যেই টপ অর্ডারের ৫ জন সাজঘরে ফিরে গেলে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। সেখান থেকে আর উতরে উঠতে পারেনি টাইগ্রেসরা। পরের ৩৪ রানের মধ্যে বাকি ৫ উইকেট হারিয়ে হারের হ্যাটট্রিক গড়ে বাংলাদেশের মেয়েরা।

ব্যক্তিগত সর্বোচ্চ ২১ রান করেন নিগার সুলতানা। এছাড়া মুর্শিদা খাতুন ১১ ও রিতু মনি করেন ১০ রান। নিউজিল্যান্ডের জেনসেন ও ক্যাসপেরেক ৩টি করে উইকেট নেন।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৩৬ রান তুলে ফেলে কিউই মেয়েরা। ১২ রান করে বিদায় নেন কিউই দলপতি সোফি ডিভাইন। এরপরই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে নিউজিল্যান্ড গুটিয়ে যায় ৯১ রানে। সর্বোচ্চ ২৫ রান করেন র‌্যাচেল প্রিস্ট। সুজি বেটসের ব্যাট থেকে আসে ১৫ রান। বাংলাদেশের রিতু মনি ৪টি ও সালমা খাতুন নেন তিন উইকেট।

নিজেদের নিয়মরক্ষার শেষ ম্যাচে শ্রীলংকার বিপক্ষে সোমবার মাঠে নামবে বাংলাদেশ।

-জেডসি