দিলু রোডে আগুন: সন্তানের পর দগ্ধ মায়ের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৪:২৩ পিএম, ১ মার্চ ২০২০ রবিবার
ছবি: সংগৃহীত
রাজধানী ঢাকার দিলু রোডের একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ দম্পতির মধ্যে জান্নাতুল ফেরদৌস জান্নাতের (৩৫) মৃত্যু হয়েছে। রবিবার (০১ মার্চ) সকাল সাড়ে ৯টায় তার মৃত্যু হয়। তার শরীরে ৯৫ শতাংশ পোড়া ছিলো। এই নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো চারজনে।
বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এর সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন।
এই ঘটনায় নিহত জান্নাতুলের স্বামী শহিদুল কিরমানির (৪০) শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রবিবার সকালে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) পাঠানো হয়েছে।শহিদুলের শরীরের শতকরা ৪৩ ভাগ পুড়ে গেছে বলে ঢাকা মেডিকেল সূত্র জানিয়েছে।
গত বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে নিউ ইস্কাটনের দিলু রোডের একটি পাঁচতলা ভবনের গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের ঘটনায় জান্নাতুলের চার বছরের সন্তান রুশদিসহ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। বাড়িটির তৃতীয় তলায় জান্নাতুল ফেরদৌস পরিবার নিয়ে ভাড়া থাকতেন।
-জেডসি
