ঢাকা, রবিবার ১৯, মে ২০২৪ ৬:২৭:২০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ফরিদপুরে পেঁয়াজের দাম কমেছে

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:১৯ পিএম, ১ মার্চ ২০২০ রবিবার

ফরিদপুরে পেঁয়াজের দাম কমেছে

ফরিদপুরে পেঁয়াজের দাম কমেছে

গত কয়েকদিনে ফরিদপুর বাজারগুলোতে রান্নার প্রয়োজনীয় উপাদান পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। প্রতি কেজি পেঁয়াজ ৪০ থেকে ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।

রবিবার সকালে জেলার শহরের চকবাজার, হাজী শরিয়াতুল্লা বাজার, টেপাখোলা বাজারে গিয়ে দেখা গেছে, পেঁয়াজ প্রকার ভেদে পাইকারি বিক্রয় হচ্ছে মণ প্রতি ১৪শ থেকে ১৫শ টাকা দরে। যা খুচরা বাজারে গিয়ে বিক্রয় হচ্ছে কেজিপ্রতি ৪০ থেকে ৫০ টাকায়।

ব্যবসায়ীরা জানায়, পেঁয়াজ চাষিরা তাদের খেতের মুডিকাটা ও হালি পেঁয়াজ তুলতে শুরু করেছে। যে কারণে বাজারে আমদানি অনেক বেশি। আর এতেই গত কয়েক দিনে দাম নামতে শুরু করেছে।

ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কার্তিক চন্দ্র চক্রবর্তী জানান, এ বছর জেলার ৩৭ হাজারের বেশি হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়েছে। আবহাওয়া ভালো থাকায় ফলনও অনেক বেশি হয়েছে।